X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় ঐতিহ্যবাহী পুরনো গাড়ির প্রদর্শনী করবে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২২, ১৯:৫৩আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৯:৫৩

আসন্ন রোজার ঈদের পর ঐতিহ্যবাহী ও পুরনো মডেলের গাড়ির প্রদর্শনীর আয়োজন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। দেশের ঐতিহাসিক ব্যক্তিরা যেসব মডেলের গাড়ি ব্যবহার করতেন, সেসব গাড়ির মডেল তাতে স্থান পাবে।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশান-২ এ ইতালি দূতাবাস পার্কে বাংলাদেশ ও ইতালির মধ্যে বন্ধুত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষে ‘ভিনটেজ কার এবং বাইক শো’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এ তথ্য জানান। দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশন ও ইতালি দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আতিকুল ইসলাম বলেন, ‘শিশুদের ভালোবাসতে হবে। তাদের সময় দিতে হবে। ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাতে হবে। পার্ক, খেলার মাঠ ও বিনোদন স্থানগুলোতে শিশুদের জন্য আলাদা কর্নারসহ তাদের সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করেছে ডিএনসিসি। পার্কগুলোতে শিশুদের জন্য ইউরোপ হতে আমদানি করে বিভিন্ন খেলার সামগ্রী সরবরাহ করা হবে।’

মেয়র বলেন, ‘এ ধরনের শো শুধু আন্তঃসীমান্ত বন্ধুত্বকে উৎসাহিত করে না, বাঙালিরা যে আবেগ বহন করে তাও প্রদর্শন করে। এ ধরনের অনুষ্ঠান দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।’

তিনি বলেন, ‘আমি এই আয়োজনে এসে জানতে পারলাম, ১৯২৩ সালে নাটোরের রানী কোন মডেলের গাড়ি ব্যবহার করতেন। বঙ্গবন্ধু ও ভাসানীর মতো নেতারা যেসব গাড়ি ব্যবহার করতেন, সেই গাড়িগুলোর মডেলও এখানে সংরক্ষিত রয়েছে।’

আতিকুল ইসলাম বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমরা আমাদের অনেক ঐতিহাসিক নিদর্শন হারিয়ে ফেলেছি। বিশ্বের প্রতিটি দেশই তাদের ঐতিহ্যগুলো সংরক্ষণ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস ও ঐতিহ্য থেকে শিক্ষা গ্রহণ করবে। এখানে প্রদর্শিত গাড়িগুলো অনেক আকর্ষণীয় গল্প ও ইতিহাস বহন করে।’

নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের সবাইকে নিয়ে মিলেমিশে বসবাস করতে হবে। মোবাইল ফোন ও কম্পিউটারে সময় ব্যয় না করে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। পাড়ায় পাড়ায় বিভিন্ন উৎসব ও মেলার আয়োজন করতে হবে। এর ফলে সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘ইতালি ও বাংলাদেশের মধ্যে দীর্ঘ ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ইতালি দূতাবাসের আয়োজনে এই “ভিনটেজ কার এবং বাইক শো” দুই দেশের সম্পর্ককে আরও বেশি দৃঢ় করবে।’

ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনযিয়াতার বলেন, ‘বাংলাদেশ-ইতালি সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের মধ্যকার বন্ধুত্বকে স্মরণীয় করে রাখতেই ঐতিহ্যবাহী গাড়ি প্রদর্শনীর এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সম্পর্ককে আরও স্মরণীয় করে রাখতে আরও যেসব উদ্যোগ নেওয়া দরকার তা নেওয়া হবে।’

অনুষ্ঠানে মাছরাঙা টেলিভিশনের স্বত্বাধিকারী অঞ্জন চৌধুরী বলেন, ‘এই উদ্যোগ নেওয়াতে অনেকের আগ্রহ দেখা দিয়েছে যে, দেশে যেসব পুরনো মডেলের গাড়ি এসেছে, সেগুলো সংরক্ষণ করে সুন্দরভাবে উপস্থাপন করা। এটা আমাদের জন্য একটি আনন্দ ও সৌন্দর্যের বিষয়। অয়োজন দেখে অনেকেই খুশি হচ্ছে—একসময় আমাদের দেশে এমন অনেক সুন্দর সুন্দর মডেলের গাড়ি ছিল। তারাও এই পুরনো গাড়িগুলোকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করার চেষ্টা করবে।’

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
চলতি মাসেই বঙ্গবাজারে বহুতল মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন  
টানা দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: একে একে চলে গেলেন ৩ জন
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় গবেষণা বাড়ানো হবে: কৃষিমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় গবেষণা বাড়ানো হবে: কৃষিমন্ত্রী
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
চোট কাটিয়ে অনুশীলনে সৌম্য, ফিরেছেন লিটনও
চোট কাটিয়ে অনুশীলনে সৌম্য, ফিরেছেন লিটনও
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০