X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
বাংলা ট্রিবিউনকে ডিএমপি কমিশনার

‘এবার ঈদে চুরি-ছিনতাইয়ের ঘটনা কম, এগুলো বিচ্ছিন্ন ঘটনা’

রিয়াদ তালুকদার
০৫ মে ২০২২, ০৯:০০আপডেট : ০৫ মে ২০২২, ০৯:০০

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, হাতিরঝিল, রামপুরা ও উত্তরাসহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। অধিকাংশ ঘটনায় অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আগের চেয়ে ঈদে চুরি কমেছে বলেও দাবি পুলিশের।

পুলিশের দাবি, ঈদের ছুটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতাধীন এলাকায় ঘটে যাওয়া চুরির ঘটনায় কেউ কেউ থানার শরণাপন্ন হলেও বেশিরভাগই অভিযোগ করেননি। এতে অনেক ঘটনা আড়ালেই থেকে যাচ্ছে।

ডিএমপির যেসব এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। বুধবার (৪ মে) ঈদকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ডিএমপি আগে থেকে প্রতিরোধ ব্যবস্থা নেওয়ায় এ বছর ঈদের ছুটিতে চুরি-ছিনতাই বাড়েনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘গেলো রমজানে ডিএমপির অভিযানে প্রায় দুই শতাধিক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বড় কোনও ইনসিডেন্ট নেই। এর ধারাবাহিকতায় ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা এবার অনেক কমানো সম্ভব হয়েছে।’

তিনি আরও জানান, ‘ঈদের ছুটিতে ডিএমপির অন্তত ৫০টি থানার প্রতিটিতে ১০টি করে মোবাইল টিম টহল দিচ্ছে। এছাড়া সিসিটিভি ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে।’

চুরি-ছিনতাইয়ের ঘটনা একটি চেইনের মতো কাজ করে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘দেখা যাচ্ছে চোররা কোনও বাসাবাড়িকে টার্গেট করে। আবার মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা টার্গেট করে রিকশার যাত্রীদের। বাসাবাড়ির ক্ষেত্রে একটি দল আগে পর্যবেক্ষণ করে। আরেকটি দল বাসায় ঢুকে চুরির কাজ করে।’

কারও বাসায় চুরি বা কেউ ছিনতাইয়ের শিকার হলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন ডিএমপির অপরাধ ও অপারেশন্স বিভাগের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পুলিশ অবগত না হলে অপরাধীর তথ্য পাওয়া কিংবা পরে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয় না। তাই যারাই অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার হচ্ছেন তারা যেন থানায় অভিযোগ করেন।’

/এফএ/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
কুষ্টিয়ার তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের