X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

​বিনোদন কেন্দ্রে বিকালে এক দৃশ্য, সন্ধ্যার পরে অন্য

মাহফুজ সাদি
১২ জুলাই ২০২২, ০১:৪৮আপডেট : ১২ জুলাই ২০২২, ০১:৪৯

বিশেষ দিনগুলোতে সরকারি ছুটি থাকায় রাজধানীবাসীর একটি অংশ ঢাকা ছাড়েন। যারা ঢাকায় থেকে যান, তাদের বিনোদনের প্রধান কেন্দ্র হয়ে ওঠে হাতে গোনা কয়েকটি পার্ক ও স্থান। এবার কোরবানির ঈদের আগে-পরে তার ব্যতিক্রম দেখা যায়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে বেড়াতে আসা ব্যক্তিদের ইচ্ছা ও মানসিকতায় বেশ কিছু পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তারা বলছেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ বিভিন্ন বিশেষ দিবসে টানা কয়েকদিন ছুটি থাকায় নাড়ির টানে ঢাকা ছেড়ে বাড়ি ফেরেন অনেকে। অনেকে দেশ-বিদেশের বিভিন্ন জনপ্রিয় স্থানে ঘুরতে বা বেড়াতে যান। তবে নানা কারণে রাজধানী শহরে থেকে যাওয়া মানুষদের জন্য পার্কগুলোই বেড়ানোর প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।

হাতিরঝিল, রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবরের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব বিনোদন কেন্দ্রে সকাল কিংবা বিকালে সব বয়সের মানুষেরা বেড়াতে আসেন। তাদের মধ্যে সন্তানসহ আসা পরিবার, স্বামী-স্ত্রী এবং প্রেমিক-প্রেমিকাদের সংখ্যাটা বেশি থাকে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ দোকানিসহ অনেকে।

তারা জানান, দিনের বেলায় এই তিন শ্রেণির মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ১৫-৩০ বছর বয়সের মানুষদের। তাদের হারটা কত এবং কেন তারা শীর্ষে, তা গবেষণার বিষয় হতে পারে। তবে ৩০-৪০ বছরের মানুষের উপস্থিতিও উল্লেখযোগ্য দেখা গেছে বিভিন্ন পার্কে। ৪০-৫০ বছরের মানুষের উপস্থিতি কিছুটা থাকলেও তার ওপরের বয়সীরা নেই বললেই চলে।

সোমবার (১১ জুলাই) সন্ধ্যার পরে হাতিরঝিলে দেখা যায়, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে পুরো ঝিলের দৃশ্যপট। কোলাহলপূর্ণ পরিবেশটা ধীরে ধীরে সুনসান নীরবতায় গড়াতে থাকে। দিনের আলোয় ভালো ছবি ওঠে এমন জায়গাগুলোতে সন্ধ্যার পর গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়। সন্ধ্যা নামার পরপর চলে যান ভ্রাম্যমাণ দোকানিরাও।

নান্দনিক এই স্থানটির বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা যায়, হেঁটে গল্প করা মানুষের সংখ্যাটা কমে যাচ্ছে, বাড়ছে বিভিন্ন স্থানে বসে গল্প করা মানুষের সংখ্যা। তুলনামূলক বেশি বয়সীদের জায়গা দখল করে কম বয়সীরা। বিশেষ করে স্বামী-স্ত্রী কিংবা যুবক-যুবতীদের উপস্থিতি চোখে পড়ার মতো, আছে উঠতি কিশোর-কিশোরীরাও। তারা হয়তো গল্পই করছে, তারপরেও পাশ দিয়ে যাওয়া লোকজনকে আড় চোখে তাকাতে দেখা যায়।

রামপুরার বনশ্রীর বাসিন্দা ষাটোর্ধ্ব আব্দুর রহমান ও তার প্রতিবেশী আজিজুল পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিদিন হাতিরঝিলে হাঁটতে আসেন তারা। সন্ধ্যার পরে মুক্ত বাতাসে বসে কথা বলেন নিজেদের মধ্যে। মাঝেমধ্যে তাদের চোখের সামনে এমন দৃশ্যও পড়ে, যাতে রীতিমতো বিব্রত হতে হয়। অনিষ্টের ভয়ে না দেখে চলে যান, কোনও কথা বলেন না। এ নিয়ে অনেককে ক্ষোভ প্রকাশ করতেও দেখেছেন তারা।

এদিকে, সন্ধ্যার পরে লোকজনের উপস্থিতি কমে যাওয়ায় ছিনতাই ও নেশাখোরদের উপস্থিতি বেড়ে যায় বলেও অভিযোগ রয়েছে। সংঘবদ্ধ চক্র এবং বখাটেদের হাতে নারী হেনস্তার অভিযোগও মেলে হরহামেশা।  সাম্প্রতিক সময়ে কয়েকটি খুন ও মৃত্যুর ঘটনাও ঘটেছে হাতিরঝিলে। তবে পুলিশ জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে টহল জোরদার করাসহ নানা তৎপরতা চালাচ্ছেন তারা।

/এমএস/
সম্পর্কিত
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম