X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের মাঠে থাকার নির্দেশ মেয়র আতিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২২, ১৫:৫৭আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৩:৫৬

ঢাকা শহরে ডেঙ্গু রোগী পাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মচারী ও কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। বুধবার (২০ জুলাই) রাজধানীর ভাটারা থানার খিলবাড়িরটেক এলাকায় ডেঙ্গু বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘বর্তমানে চলমান আবহাওয়ায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে। প্রায়ই বৃষ্টি এবং পরক্ষণেই রোদ হচ্ছে। এমন আবহাওয়ায় এডিস মশা বেড়ে যায়। এ মুহূর্তে আমার নির্দেশনা হচ্ছে, সিটি করপোরেশনের কর্মী ও কাউন্সিলরদের মাঠে থাকতে হবে।’

আতিকুল ইসলাম বলেছেন, ‘ডিএনসিসি ডেঙ্গুর প্রকোপ নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুধু সিটি করপোরেশনের একার পক্ষে নয়, পুরোপুরি নির্মূলের জন্য জনগণকেও দায়িত্ব নিতে হবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘ড্রেন, জলাশয় ও নর্দমা থেকে নয় বরং বাসাবাড়ির জমে থাকা পানি থেকেই এডিস মশা বেশি জন্মায়। আপনারা বাসাবাড়িতে জমে থাকা পানি ফেলে দিন।’

‘১০টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এই স্লোগান উচ্চারণ করে ডিএনসিসি মেয়র বলেন, ‘ সবাইকে খেয়াল রাখতে হবে বাড়ির ছাদে, আঙিনায়, ফুলের টবে যেন পানি না জমে। জমে থাকা পানিতেই এডিসের লার্ভার জন্ম হয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’  

ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা হাসপাতাল থেকে নিয়মিত ডেঙ্গু রোগীর তালিকা সংগ্রহ করে রোগীর বাড়িসহ আশপাশের বাড়িগুলোতে বেশি পরিমাণে লার্ভিসাইডিং এবং ফগিং করছি। মশার প্রজনন ক্ষেত্র সম্পূর্ণভাবে ধ্বংস করতে নিয়মিত আমাদের কার্যক্রম চলমান। তবে জনগণ সচেতন হলে এডিস মশা নির্মূল করা সম্ভব হবে।’

ডেঙ্গু আক্রান্ত হলে সিটি করপোরেশনকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে ঠিকানাসহ বিস্তারিত তথ্য দিন। তথ্য দিলে আমরা আপনাদের শাস্তি দেবো না। এতে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার ব্যবস্থা নেওয়া সহজ হবে।’

এ সময় গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, ‘সিটি করপোরেশন নিয়মিত ডেঙ্গুবিরোধী সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। ড্রোন ব্যবহার করে ছাদে জমে থাকা পানি ও মশার প্রজনন ক্ষেত্র খুঁজে বের করা হচ্ছে। বাসাবাড়ি ও যেকোনও ভবনে এডিসের লার্ভা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত মামলা ও জরিমানা করা হবে।’

প্রচার অভিযানে ডিএনসিসি মেয়র ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ির ছাদে পানি জমে আছি কিনা–অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে কীভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, সেটি পরিদর্শন করেন। জনসচেতনতা বাড়াতে তিনি রোডশোতে অংশ নেন এবং জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

প্রচার অভিযানে আরও ছিলেন–ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল মো. জোবায়দুর রহমান, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার, মহাব্যবস্থাপক (পরিবহন) ড. মোহাম্মদ মাহে আলম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর নিলুফার ইয়াসমিন ইতি এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

/আরএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম