X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মিরপুরে পুরোপুরি চালু হয়নি ই-টিকিট, মিশ্র প্রতিক্রিয়া যাত্রীদের

রাশেদুল হাসান
১৫ নভেম্বর ২০২২, ২৩:০০আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৫:৩৪

গত ১৩ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি রাজধানীর মিরপুর অঞ্চলের বাসগুলোতে চালু করেছে ই-টিকিটের মাধ্যমে ভাড়া। এই পদ্ধতিতে ভাড়া আদায় নিয়ে বাসযাত্রীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

কিছু বাস কোম্পানি এখনও ই-টিকিটিং সেবা চালু করতে পারেনি। কিছু কোম্পানি ই-টিকিট ও আগের পদ্ধতি দুভাবেই ভাড়া আদায় করছে।

যাত্রীদের একাংশের অভিযোগ, নতুন পদ্ধতিতে ভাড়া আদায়ের ক্ষেত্রে চার্টে প্রদর্শিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হচ্ছে। ভাড়া আদায়ের ক্ষেত্রে যে টিকিট ইস্যু করা হয় তাতে বাসে ওঠা ও নামার স্থানের দূরত্ব উল্লেখ থাকে না।

তবে যাত্রীদের একাংশ বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, কিছুটা হলেও শৃঙ্খলা ফিরতে শুরু করছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) শিকড় পরিবহন, বিকল্প অটো সার্ভিস ও বিহঙ্গ পরিবহনের যাত্রী ও চালক শ্রমিকদের সঙ্গে কথা বলে এমন চিত্র মিলেছে।

রাজধানীর প্রেস ক্লাব থেকে বিকল্প অটো সার্ভিসের একটি বাসে উঠে দেখা যায়, পজ মেশিন  দিয়েই নেওয়া হচ্ছে ভাড়া। তবে প্রায়ই উচ্চবাচ্য হচ্ছে যাত্রীদের সঙ্গে। এক যাত্রী বলেন, আমি শাপলা চত্বর থেকে উঠলাম, নামবো শাহবাগে। আর ভাড়া রাখা হচ্ছে নটরডেম কলেজ থেকে ফার্মগেট দূরত্বের। এ বাসের যাত্রী জয়নাল আবেদীন বলেন, টিকিটে দূরত্ব উল্লেখ নেই আর ভাড়াও বেশি আদায় হচ্ছে। 

মিরপুরে পুরোপুরি চালু হয়নি ই-টিকিট, মিশ্র প্রতিক্রিয়া যাত্রীদের

তার হাতে থাকা টিকিট পরীক্ষা করে দেখা যায়, তাকে পল্টন  থেকে ফার্মগেটের টিকিট দেওয়া হয়েছে। তাতে দূরত্বের উল্লেখ নেই, ভাড়া লেখা রয়েছে ১৩ টাকা।

তিনি বলেন, এখানে ভাড়ার চার্টে লেখা ১১ টাকা আর টিকিটে ১৩ টাকা। কিন্তু কিলোমিটার হিসাব করলে কোনোক্রমেই ভাড়া ১০ টাকার বেশি হবে না।

পজ মেশিন হাতে থাকতেও টিকিট ছাড়া অর্ধেক যাত্রীর কাছ থেকে ভাড়া আদায় করতে দেখা যায় শিকড় পরিবহনের একটি বাসের সহকারী সিদ্দিকুর রহমানকে। জিজ্ঞেস করা হলে  তিনি বলেন, আমি প্রথমবার আজকেই মেশিন দিয়ে টিকিট কাটছি। এজন্য ভালো পারতেছি না।

এ বাসের যাত্রী আলালউদ্দিন অভিযোগ করেন, তিনি গুলিস্তান থেকে উঠেছেন, নামবেন আগারগাঁও। তার কাছ থেকে ৩০ টাকা নিয়ে মিরপুর ১০ নম্বরের টিকিট দিয়েছে।

আলালউদ্দিন আগারগাঁওয়ে নেমে যাওয়ার পর তার টিকিট নিয়ে কথা হয় সিদ্দিকুরের সঙ্গে। তিনি দাবি করেন, আগারগাঁওয়েরও টিকিট আছে। আমি ভালো করে শুনিনি। উনিও জোর দিয়ে বলেননি। তাই এই ভুল হয়েছে। পরবর্তী সময়ে আর হবে না।

তবে এ বাসের আরেক যাত্রী ইউসুফ আলী বলেন, ব্যবস্থাটি চালু হওয়ায় দরকষাকষি বন্ধ হয়েছে।

তিনি বলেন, আগে মিরপুর ১১ থেকে শাহবাগ ৩৫ টাকা ভাড়া নিতো। জোরাজুরি করে ৩০ টাকা দেওয়া যেতো। এখন তারা ২৮ টাকার টিকিট দেয়।

সদরঘাট থেকে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বাসে দেখা যায় সহকারী জালাল টিকিট ছাড়াই ভাড়া তুলছেন। পজ মেশিনও দেখা যায়নি। জিজ্ঞেস করা হলে তিনি বলেন,  আমাদের এখনও পজ মেশিন দেওয়া হয়নি। আশা করি আগামীকাল পাবো। তখন টিকিট কেটেই ভাড়া নেবো।

মিরপুরে পুরোপুরি চালু হয়নি ই-টিকিট, মিশ্র প্রতিক্রিয়া যাত্রীদের

যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগে বিকল্প অটো সার্ভিস পরিবহনের একজন মালিক মনোতোষ কুমার সাহা বলেন, চার্টের চেয়ে বেশি ভাড়ার টিকিট দেওয়া সম্ভব নয়। কিন্তু কিলোমিটার উল্লেখ নেই বিষয়টি সত্যি। আমরা এটা দেওয়ার চেষ্টা করবো।

তিনি দাবি বলেন, সাধারণ যাত্রীরা আসলে দুটি স্টপেজের মধ্যবর্তী জায়গায় উঠানামা করলে পুরো স্টপেজের নির্ধারিত ভাড়া দিতে চায় না।

তিনি বলেন, ই-টিকিটিং ব্যবস্থাটি যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায় রোধ করতে চালু করা হয়েছে। যাত্রীদের এ ব্যাপারে আমাদের সহযোগিতা করা উচিত। তাদের উচিত টিকিট কেটে ভাড়া দেওয়া। তারা টিকিট কেটে ভাড়া না দিলে সেটা মালিক পাবে না। চালক-শ্রমিক নিয়ে যাবে। ফলে আমাদের এ ব্যবস্থাটি বন্ধ করতে হবে।

সার্বিক বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আসলে আমরা সব বাসে ই-টিকিটের মাধ্যমে ভাড়া আদায় ব্যবস্থা চালু করতে পারিনি। টিকিটে কিলোমিটার, দূরত্ব উল্লেখ না করাসহ যাত্রীদের অন্যান্য অভিযোগ নিরসনে আমরা কাজ করছি। আমি এ ব্যবস্থাকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য দুটি হটলাইন নম্বর চালু করেছি এবং আট জন লোক নিয়োগ দিয়েছি।

তিনি জানান, ব্যবস্থাটি পরিপূর্ণভাবে চালু করতে আরও দু-একদিন সময় লাগবে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!