X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শিক্ষার জাগরণে পুরানা মোগলটুলী বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২২, ১৭:১৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৭:১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৫ নম্বর ওয়ার্ড এবং সংলগ্ন এলাকায় শিক্ষার জাগরণে পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ সিটির ৩৫ নম্বর ওয়ার্ডে পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের পাঁচ তলা ভিত্তিসহ চারতলা বিশিষ্ট শিক্ষা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন।

মেয়র শেখ তাপস বলেন, ‘পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় একটি জরাজীর্ণ বিদ্যালয় ছিল। অত্র এলাকার শিক্ষার্থীদের জন্য এই বিদ্যালয়ের উন্নয়নে ডিএসসিসি নিজস্ব অর্থায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে আমরা চারতলা ভবন করে দিচ্ছি। আগামী দুই বছরের মধ্যে বিদ্যালয় দাঁড়িয়ে যাবে। নিচতলা হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা শিক্ষা কার্যক্রম শুরু করবো।’

বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মেয়র তাপস

ছেলে-মেয়েদের খেলার জন্য এখানে পর্যাপ্ত জায়গা রাখা হবে উল্লেখ করে মেয়র বলেন, ‘শিগগিরই এই বিদ্যালয়ে নিজ পায়ে দাঁড়াবে। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। শিক্ষার জাগরণ হবে। ৩৫ নম্বর ওয়ার্ডসহ অত্র এলাকার শিক্ষার জাগরণে এই বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়কে এগিয়ে নিতে গৃহিত উদ্যোগ ও স্বপ্নের কথা জানিয়ে তাপস বলেন, ‘আমাদের এই বিদ্যালয়টা এর আগে অষ্টম শ্রেণি পর্যন্ত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমিক বিদ্যালয়গুলোকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর করার যে উদ্যোগ নিয়েছেন তার আওতায় আমরা বর্ধিত কলেবরে এখানে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আগামী বছর থেকে এ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণিতে ভর্তি শুরু হবে। বিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তারা এবং এই এলাকার শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণিতে ভর্তি হতে পারবে। এছাড়াও আমরা নতুন করে এখানে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করছি, যাতে করে পূর্ণভাবে এই বিদ্যালয়টা পরিচালিত হয়। ডিএসসিসির নিজস্ব বিদ্যালয় হিসেবে আমরা এই বিদ্যালয়কে ঢাকা মহানগরের মধ্যে অন্যতম একটি বিদ্যালয়ে পরিণত করতে চাই।’

এ সময় অন্যান্যের মধ্যে ছিলের– সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম প্রমুখ। 

উল্লেখ, পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় ডিএসসিসি পরিচালিত একমাত্র উচ্চ বিদ্যালয়।

 

 

 

/আরএইচ/আরকে/
সম্পর্কিত
বর্জ্য ব্যবস্থাপনা ধাপে ধাপে উন্নত হচ্ছে: মেয়র তাপস
স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র তাপসের শ্রদ্ধা
ভবনের পর ভবন জ্বলছে, কোথায় আটকে আছে অভিযান
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ