X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

ভাড়াটিয়ার বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৩, ২০:০৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ২০:০৭

রাজধানীর উত্তর বাড্ডায় রেজাউল করিম নামের এক সিঙ্গাপুর প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ উঠেছে ইন্টিগ্রা করপোরেশন নামক প্রতিষ্ঠানের মালিক আব্দুল বাকি ভূঁইয়া ও তার ছেলে শামছুল হক তপুর বিরুদ্ধে। বাড়ির প্রকৃত মালিক দাবি করে রেজাউল করিম জানান, তারা প্রথমে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। এখন ভাড়া না দিয়ে বাড়ির মালিকানা দাবি করছেন।

রবিবার (৯ এপ্রিল) কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) এর অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাড়ি দখলের এসব অভিযোগ তুলে ধরেন রেজাউল করিম।

তিনি বলেন, ‘আব্দুল বাকি ভূঁইয়া ও তার ছেলে শামছুল হক তপু ২০১৩ সালের ১ মার্চ চ ৬৬/১/এ, উত্তর বাড্ডা, গুলশান, ঢাকা-১২১২ এর বাড়ির তিনটি ফ্লোর মাসিক ভাড়া হিসেবে নেয়। এভাবে চলতে থাকাবস্থায় সর্বশেষ ২০১৯ সালের ৪ এপ্রিল ভাড়া চুক্তি মূলে পুনরায় ৩ বছরের বাড়ি ভাড়া নেয়। মাসিক ভাড়া নির্ধারণ করা হয় এক লাখ ১৫ হাজার টাকা। চুক্তি পরবর্তীতে নিয়মিত ভাড়া প্রদান করতে থাকাবস্থায় ২০২১ সালের মে মাসের পর থেকে তারা আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় এবং কোনও প্রকার ভাড়া প্রদান না করে অদ্যাবধি আমার বাড়িতে অবস্থান করিতেছে। ২০২১ সাল থেকে আজ পর্যন্ত ২৪ মাসের ভাড়া বকেয়া হয়েছে ৩০ লাখ টাকা।

গত বছর ৩ এপ্রিল চুক্তি মোতাবেক ভাড়ার মেয়াদ শেষ হয়। কিন্তু ভাড়াটিয়া এখনও ভাড়া ছাড়েনি। এমনকি ২০২১ সালের মে মাস থেকে ২০২৩ সালের এপ্রিল মাসসহ মোট ২৪ মাসের মাসিক ভাড়া ৩০ লাখ টাকা প্রদান করেনি। ভাড়াটিয়া ইন্টিগ্রা করপোরেশন উক্ত বাড়িটি দখলের পায়তারা করতেছে।

রেজাউল করিম বলেন, আমি গত ৭ এপ্রিল সিঙ্গাপুর থেকে ঢাকায় আসি এবং আমার বাড়িতে ঢুকতে চাইলে ভাড়াটিয়া আমাকে আমার বাড়িতে প্রবেশ করতে দেয় নাই। বলে বাড়িটি নাকি তাদের, তারা নাকি কিনে নিয়েছে।

এদিকে এ ঘটনায় গত ১৩ ফেব্রুয়ারি ইন্টগ্রা করপোরেশনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয় বলে জানান রেজাউল করিমের আইনজীবী আল-মামুন রাসেল। আজ এ বিষয়ে জবাব দাখিলের জন্য ধার্য ছিল। এদিন আসামিপক্ষ না আসায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

তিনি বলেন, ইতিপূর্বে বিভিন্ন তারিখে ই-মেইলের মাধ্যমে বিষয়টি অবগত করার পরও তারা কোনও ব্যবস্থা গ্রহণ করে নাই। যার পরিপ্রেক্ষিতে সিএমএম আদালতে ইন্টিগ্রা করপোরেশনকে বিবাদী করে একটি ক্রিমিনাল মামলা দায়ের করা হয়। মামলায় ইন্টিগ্রা করপোরেশনকে আদালত সমন ইস্যু করেন। কিন্তু তারপরও তারা আদালতে আসেন নাই। যার পরিপ্রেক্ষিতে আদালত আজকে (রবিবার) প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল বাকি ভূঁইয়া ও ম্যানেজিং ডিরেক্টর শামছুল হক তপুর প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এদিকে ভাড়াটিয়াকে উচ্ছেদ করার জন্য ১ম যুগ্ম জেলা জজ আদালত, ঢাকায় একটি ভাড়াটিয়া উচ্ছেদ মোকদ্দমা দায়ের করা হয়েছে বলে জানান এ আইনজীবী।

/এমকেআর/আরআইজে/
সম্পর্কিত
সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদকসহ ২ জনের অর্থদণ্ড
রিমালের প্রভাবে আকাশে মেঘের ঘনঘটা, রাজধানীতে হালকা বৃষ্টি
১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার: ৫ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
মালয়েশিয়াকেও হারাতে চায় বাংলাদেশ
মালয়েশিয়াকেও হারাতে চায় বাংলাদেশ
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
সর্বাধিক পঠিত
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন