X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখ উদযাপনে নানা আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৩, ২২:১৫আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ২২:১৫

এবারের পহেলা বৈশাখকে (শুক্রবার, ১৪ এপ্রিল) বরণের আনন্দে মেতে ওঠে উঠতে প্রস্তুত পুরো জাতি। বাঙালির প্রাণের এই উৎসব উদযাপনে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে সংস্কৃতি অঙ্গনে।

সংস্কৃতিজনরা বলেছেন, পহেলা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশে অবস্থানরত সকল ভাষাভাষী সম্প্রদায় নানান আয়োজনে ভিন্ন ভিন্ন নামে উৎসবমুখর দিনটি পালন করে থাকে। মঙ্গল শোভাযাত্রা, হালখাতা, বৈশাখী গ্রামীণ মেলা, পান্তা-ইলিশ খাওয়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের পানি খেলা, ফুলবিজু, পালনসহ নানা আয়োজন ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় বাংলা নতুন বছরকে।

তারা বলেন, কুসংস্কার আর পুরনো জীর্ণতাকে পেছনে ফেলে ব্যক্তিগত, ধর্মীয়, সাম্প্রদায়িক, শ্রেণিগত অবস্থানের ঊর্ধ্বে উঠে বাঙালির শত শত বছরের ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি ও অসাম্প্রদায়িক মানবিক চেতনার লালন ও বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার মূলমন্ত্র নিয়েই প্রতিবছরের মতো এবারও পালিত হতে যাচ্ছে দিনটি।

বাংলা বর্ষবরণকে ঘিরে পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী উৎসব ‘বৈসাবি’ আনন্দমুখর পরিবেশে পালিত হয়। এ উৎসবকে চাকমা সম্প্রদায় বিষ্ণু, মারমা সম্প্রদায় সাংগ্রাই এবং ত্রিপুরা সম্প্রদায় ‘বৈসুক’ নামে উদযাপন করে থাকে। পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ উপলক্ষে বর্ষবরণ উৎসব সেই আদিকাল থেকেই পালিত হয়ে আসছে।

সংস্কৃতি অঙ্গনের তীর্থস্থান খ্যাত বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবারও নতুন বছরকে বরণ করে নিতে সকাল থেকে নানা কর্মসূচি রেখেছে। সকাল সাড়ে ৯টায় থাকবে আলপনা অঙ্কন কর্মশালার সনদপত্র প্রদান অনুষ্ঠান। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেবেন।

এদিন সকাল ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনেও রয়েছে আয়োজন। নববর্ষের এবারের আয়োজনে থাকছে নতুন বর্ষবরণ ও পহেলা বৈশাখের আলোচনা। এই পর্বের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই নজরুল সংগীত পরিবেশন করবেন সুজিত মোস্তফা। এছাড়া রবীন্দ্রসংগীত গাইবেন লাইসা আহমেদ লিসা, বাউল গান পরিবেশন করবেন শরীফ সাধু ও সাজিয়া সুলতানা পুতুল, শিল্পকলা একাডেমির শিশুসংগীত দলের পরিবেশনায় থাকবে সমবেত সংগীত। থাকবে লোকসংগীত ভাওয়াইয়া এবং বাউল গানও।

পূজা ও পলাশের ভাওয়াইয়া এবং বিউটি ও সন্দীপন গাইবেন বাউল গান। এছাড়াও গান পরিবেশন করবেন শিল্পকলা একাডেমির শিল্পী ও প্রতিশ্রুতিশীল শিল্পীরা। একাডেমির জৈষ্ঠ্য শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে বৈশাখের নৃত্য।

থাকবে মঙ্গল শোভাযাত্রা, নৃত্য, ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের নৃত্য-বৈসাবি, একাডেমির নৃত্যশিল্পীদের ধামাইল ও বাউল নৃত্য পরিবেশনা, পুঁথিপাঠ,  নিঃসঙ্গ লড়াই যাত্রার অংশবিশেষ এবং রুপা চক্রবর্তী ও জয়ন্ত চট্টোপাধ্যায়ের আবৃত্তি।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
সর্বশেষ খবর
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড