X
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
১৮ অগ্রহায়ণ ১৪৩০

হাতিরঝিলে বাসা থেকে গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০২

রাজধানীর হাতিরঝিলের ফারজানা (১৪) নামে এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে হাতিরঝিলের বড় মগবাজারের একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাকিবুল আলম এ তথ্য জানান।

ফারজানা ভোলার মো. রবিউলের মেয়ে। সে বড় মগবাজারে শাহাবুদ্দিন সবুজ নামে এক টায়ার ব্যবসায়ীর বাসায় গৃহপরিচারিকার হিসেবে কাজ করতো।

এসআই বলেন, ‘শনিবার দিবাগত রাতে খবর পেয়ে বড় মগবাজার একটি ভবনের তৃতীয়তলার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘গৃহকর্তা শাহাবুদ্দিন সবুজ ব্যবসায়িক কাজে বরিশালে গিয়েছিলেন। শনিবার রাত দেড়টার দিকে বাসায় ফিরে ড্রয়িং রুমের বাথরুমের দরজা বন্ধ পান। পরে ফ্রেশ হয়ে‌ পুনরায় বাথরুমের দরজার নক করে কোনও সারা-শব্দ পান না। তখন বাসার সবাই মিলে দরজা ভেঙে দেখতে পান বাথরুমের কাপড় টানানোর স্টেনে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে ফারজানা। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে।’

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে জানান পুলিশের এই কর্মকর্তা।

শাহাবুদ্দিন সবুজ জানান, ফারজানা তার বাসায় তিন বছর ধরে গৃহপরিচারিকা হিসাবে কাজ করে আসছিল। সে কী কারণে আত্মহত্যা করেছে তা জানতে পারেননি।

তিনি বলেন, ‘আমার স্ত্রী ক্যানসারের রোগী। আমাদের ৯ ও ১২ বছর বয়সী ‍দুই ছেলে বাসায় ছিল।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
সমাবেশের অনুমতি চেয়ে রিটার্নিং কর্মকর্তাকে আ.লীগের চিঠি
সিএনজি প্রতিস্থাপনে ১১৩ কোটি টাকার ঘুষ বাণিজ্য!
গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন
সর্বশেষ খবর
গাইবান্ধার ৫ আসনে মনোনয়নপত্র বাতিল ১৬, স্থগিত ১৮
গাইবান্ধার ৫ আসনে মনোনয়নপত্র বাতিল ১৬, স্থগিত ১৮
মুন্সীগঞ্জে তিন আসনে বর্তমান এমপিসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল
মুন্সীগঞ্জে তিন আসনে বর্তমান এমপিসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল
পিরোজপুরের ৩ আসনে বাদ পড়েছেন ১০ প্রার্থী
পিরোজপুরের ৩ আসনে বাদ পড়েছেন ১০ প্রার্থী
সংসদ সদস্য সেলিনা ইসলামের মনোনয়নপত্র বাতিল
সংসদ সদস্য সেলিনা ইসলামের মনোনয়নপত্র বাতিল
সর্বাধিক পঠিত
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী