X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

দিনে চালক হেলপার শ্রমিক, সন্ধ্যা নামলেই ভোল পাল্টে যায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২১

কেউ বাসের হেলপার বা চালক, কেউ দোকানের কর্মচারী। আছে নির্মাণ শ্রমিক, পুরাতন মালামাল বিক্রেতা, রাজমিস্ত্রি এবং সবজি বিক্রেতাও। তবে সন্ধ্যা নামতেই ভোল পাল্টে যায় তাদের।

রাজধানীর মোহাম্মদপুর এবং এর আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ৩৬ জনকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে র‍্যাব। শনিবার (১৭ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরের বসিলায় র‌্যাব-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির অধিনায়ক (সিও) ও অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খান এসব কথা বলেন।

এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে র‌্যাবের একাধিক দল অভিযুক্তদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির মধ্যে রয়েছে– কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপের অন্যতম মূল হোতা সুজন মিয়া ওরফে ফর্মা সজিব, ‘লেভেল হাই’র অন্যতম মূল হোতা মো. শরিফ ওরফে মোহন এবং ‘চাঁন গ্রুপ’ ও ‘মাউরা ইমরান গ্রুপ’সহ বিভিন্ন গ্রুপের সদস্যরা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশি অস্ত্র।

মো. আনোয়ার হোসেন খান বলেন, ‘সম্প্রতি মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম লক্ষ করা যায়। এসব ঘটনায় একাধিক সাধারণ ডায়েরি ও মামলা হয়েছে। অতি সম্প্রতি মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ এবং এর আশপাশের এলাকায় বেশ কয়েকটি ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য পায় র‌্যাব। পরে তাদের খুঁজতে টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়।’

তিনি বলেন, ‘সুজন মিয়া ওরফে ফর্মা সজিবের নেতৃত্বে দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে পাটালি গ্রুপ। নিজেদের মধ্যে কোন্দলের কারণে তারা দুই-তিনটি গ্রুপে বিভক্ত হয়। লেভেল হাই গ্রুপটি শরিফের নেতৃত্বে দীর্ঘদিন পরিচালিত হয়ে আসছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা মোহাম্মদপুর, আদাবর, বেড়িবাঁধ ও ঢাকা উদ্যান এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো।’

অতিরিক্ত ডিআইজি বলেন, ‘তারা একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে চাপাতিসহ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতো। তারা চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা উদ্যান, আদাবর, শ্যামলী, মোহাম্মদপুরসহ পাশের এলাকায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারামারিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতো। মাদক সেবনসহ মাদক ব্যবসার সঙ্গেও জড়িত তারা।’ 

গ্রেফতারকৃত ব্যক্তিদের পেশা সম্পর্কে তিনি বলেন, ‘সুজন মিয়া এলাকায় আধিপত্য বিস্তার, ডিশ ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরের সন্ত্রাসী কার্যক্রম চালাতে ১৫-২০ জনের একটি গ্রুপ তৈরি করে। সে পাটালি গ্রুপের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম চালাতো।’

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘গ্রেফতারকৃত ইমরান ওরফে মাউরা ইমরান ‘মাউরা ইমরান গ্রুপের’ সদস্য। সে এলাকায় আধিপত্য বিস্তার, ডিশ ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য ১৫-২০ জনের একটি গ্রুপ তৈরি করে। আগে সে মোহাম্মদপুর এলাকায় রাজমিস্ত্রির কাজ করতো। ২০২১ সালে একটি প্রতিষ্ঠানে চাকরির সময় নিজেই কিশোর গ্যাং ‘মাউরা ইমরান গ্রুপ’ গঠন করে। মাউরা ইমরান মোহাম্মদপুর এলাকায় চালাতো তাদের কার্যক্রম। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও মারামারির কয়েকটি মামলা রয়েছে এবং এসব মামলায় সে কারাভোগ করেছে।’

তিনি বলেন, ‘গ্রেফতারকৃত শরিফ মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসা করতো। সে টাকলা হায়াতের অন্যতম সহযোগী হিসেবে মোহাম্মদপুর এবং এর আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। টাকলা হায়াতের অবর্তমানে লেভেল হাই গ্যাংটি পরিচালনা করে আসছিল সে। গ্রেফতারকৃত দুলাল, সোহাগ ও তারেক লেভেল হাই গ্রুপের সদস্য। তারা শরিফ ওরফে মোহনের নেতৃত্বে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতো। শরিফের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও মারামারির আটটির বেশি মামলা রয়েছে। এসব মামলায় সে কারাভোগ করেছে।

/কেএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
সর্বশেষ খবর
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ