X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে তৈরি হতো বিদেশি ভ্যাকসিন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৪, ১৯:৪১আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২০:০৭

দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির নামে নকল ভ্যাকসিন তৈরি করে ফার্মেসিতে বিক্রি করে আসছিল একটি প্রতারক চক্র। রাজধানীর কেরানীগঞ্জে এসব ভ্যাকসিন তৈরি করা হতো। সোমবার (৮ এপ্রিল) দুপুরে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশন ও মহানগর গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।

এর আগে, রবিবার (৭ এপ্রিল) ঢাকার কোতোয়ালি ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের চার সদস্যকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন– মো. আনোয়ার হোসেন (৪৪), অসিম ঘোষ (৪৬), মো. মশিউর রহমান ওরফে মিঠু (৩৮) ও নূরনবী। এ সময় চার লাখ ভেজাল ভ্যাকসিন উদ্ধার করা হয়।

জব্দ নকল ভ্যাকসিন

মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘সম্প্রতি ডিবি পুলিশের অভিযানে প্রায় দুই কোটি টাকার নকল ওষুধসহ একটি বড় চক্র গ্রেফতার হয়। তারা কুমিল্লা ও সাভারে বসে নকল ওষুধ বানিয়ে সারা দেশে সাপ্লাই দিতো। এরইমধ্যে আমাদের কাছে খবর আসে তাদের সহযোগীরা মিটফোর্ড থেকে ওষুধের কাঁচামাল সংগ্রহ করে দেশি-বিদেশি বিভিন্ন ইনজেকশন তৈরি করে বাজারজাত করছে।’

তিনি বলেন, ‘পরে অভিযান চালিয়ে ভ্যাকসিন তৈরি চক্রের চার জনকে গ্রেফতার করা হয়। চক্রটি টিটেনাস দিয়ে হেপাটাইটিস বি ভ্যাকসিন বানাতো, ভিটামিন বি৩ বানাচ্ছিল অ্যাট্রোপিন দিয়ে এবং ক্লোপিকজল বানাচ্ছিল ইন্ডিয়ান ডায়াজিপাম অ্যাম্পুল দিয়ে।

তিনি বলেন, ‘এসব নকল ওষুধ অধিক লাভে বিক্রি করতো তারা। ১০ টাকা দিয়ে টিটেনাস কিনে হেপাবিগ বানিয়ে ৪ হাজার ৬০০ টাকায়, পাঁচ টাকায় ক্লোপিকজল বানিয়ে ডেনমার্কের ওষুধ বলে বিক্রি করতো ৪৫০ টাকা। অন্তঃসত্ত্বা নারীদের প্রয়োগ করা রোসোগাম পি ১০ টাকার অ্যাট্রপিন দিয়ে তৈরি করা হতো। প্রতিটি রোসোগাম বাজারে সাড়ে চার হাজার টাকায় বিক্রি করতো। এভাবে বিভিন্ন ওষুধ নকল করে বাজারে ছড়িয়ে দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছিল চক্রটি।’

ডিএমপির গোয়েন্দাপ্রধান বলেন, ‘এসব নকল ওষুধের কার্যকারিতা না থাকায় সাধারণ মানুষ কোনও সেবা পেতো না, বরং নানাভাবে ক্ষতির সম্মুখীন হতো। তারা এমনভাবে এসব ওষুধ মোড়কজাত করতো, সাধারণ মানুষের চেনার উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল।’

/এবি/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ফেসবুক স্টোরিতে লালনের গান, সেই ব্যক্তি জামিনে মুক্ত
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
বন্ধ হচ্ছে না নকল ওষুধ উৎপাদন-বিপণন, বাড়ছে উদ্বেগ
সর্বশেষ খবর
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
সাবেক মন্ত্রী আবদুল মান্নান সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
সাবেক মন্ত্রী আবদুল মান্নান সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন