X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঈদের দিন চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

জুবায়ের আহমেদ
১১ এপ্রিল ২০২৪, ১৯:৩৭আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ২০:৪৩

রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোর মধ্যে জাতীয় চিড়িয়াখানা অন্যতম। শিশুদের নানা পশুপাখির সঙ্গে পরিচিত করাতে অনেকেই সাধারণ সময়গুলোতেই যান সেখানে। তবে যেকোনও উৎসব-ছুটির দিনে মানুষের ঢল নামে এই বিনোদনকেন্দ্রে। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের দিনেও ছিল উপচে পড়া ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছেন, এক লাখের বেশি দর্শনার্থী আজ চিড়িয়াখানায় এসেছে।

বৃহস্পতিবার মিরপুরে জাতীয় চিড়িয়াখানা ঘুরে দেখা যায়, সকাল থেকেই দর্শনার্থীরা আসতে থাকেন। বিকালে সেই সংখ্যা বাড়ে। আগত দর্শনার্থীর অধিকাংশ শিশু-কিশোর, যারা অভিভাবকদের সঙ্গে এসেছে। চিড়িয়াখানায় অবস্থিত বিভিন্ন পশুর খাঁচার সামনে ভিড় করছে তারা। অভিভাবকদের কাছে পশু-পাখির নাম জানতে চাচ্ছে। অভিভাবকরাও আগ্রহ নিয়ে সন্তানদের পশু-পাখি চিনিয়ে দিচ্ছেন।

বিভিন্ন পশুর খাঁচার সামনে রয়েছে ভিড়

বাড্ডা থেকে পরিবার নিয়ে চিড়িয়াখানায় এসেছেন মো. ইয়াসিন। তিনি বলেন, ‘চিড়িয়াখানায় শিশুদের জন্য আসা। তাদের দাবি ছিল ঈদে চিড়িয়াখানায় আসবে। এছাড়া আমার আত্মীয় এসেছেন, তারা এর আগে চিড়িয়াখানায় আসেনি। তাই সবাইকে নিয়ে ঘুরতে এসেছি।’

শিশুদের বাস্তব জ্ঞান বাড়ছে জানিয়ে আশুলিয়া থেকে আসা মো. ইমরান বলেন, ‘সুযোগ করে শিশুদের চিড়িয়াখানায় নিয়ে আসা উচিত। এতে তারা বইয়ে যা দেখছে তা সামনাসামনি দেখার সুযোগ পায়। তাদের ধারণাও পরিষ্কার হয়।’

এ বছর যুক্ত হয়েছে তিন নতুন বাঘশাবক

চিড়িয়াখানায় এ বছর নতুন কোনও পশু যুক্ত করা হয়নি। তবে চিড়িয়াখানায় জন্ম নেওয়া নতুন তিন বাঘশাবককে দর্শনার্থীদের সামনে এনেছে কর্তৃপক্ষ। চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘দর্শনার্থীদের জন্য নতুন কোনও প্রাণী আনা হয়নি। তবে এখানে জন্ম নেওয়া তিন বাঘশাবককে এতদিন আমরা প্রশিক্ষণে রেখেছি। এবার ঈদে সেই তিনটি বাঘশাবককে দর্শনার্থীদের সামনে এনেছি। এছাড়া আমাদের চিড়িয়াখানায় ১৩৭ প্রজাতির তিন হাজার দুইশ’র মতো প্রাণী আছে।’

শিশু ও আত্মীয়দের নিয়ে চিড়িয়াখানায় আসেন অনেকে

নতুন করে চিড়িয়াখানায় দর্শনার্থীদের সুরক্ষার জন্য কয়েকটি পশুর খাঁচার উচ্চতা বাড়ানো হয়েছে এবং কয়েকটি পশুর পুরোনো খাঁচা সংস্কার করা হয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালক। তিনি বলেন, ‘গত বছর হায়েনার আক্রমণে এক শিশু হাত হারায়। তাই এ বছর নিরাপত্তার বিষয়টি আরও বেশি খেয়াল রাখা হচ্ছে। তবে আগত দর্শনার্থীদেরও সচেতন হতে হবে। আজও আমি কয়েকজন দর্শনার্থীকে নির্দিষ্ট বেষ্টনী পার হয়ে ভেতরে প্রবেশ করতে দেখেছি।’

ঈদের দিন লাখো দর্শনার্থীর আগমন

আনন্দে মেতেছে শিশুরা

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘ঈদের দিন দর্শনার্থী কম থাকে। তবে এ বছর সেই সংখ্যাটা বেড়েছে। বিকাল ৩টা পর্যন্ত খবর পেয়েছি এক লাখের ওপর দর্শনার্থী চিড়িয়াখানায় প্রবেশ করেছেন। গত বছরে ঈদের দিন দর্শনার্থী এসেছিল ৭০ হাজারের মতো। দ্বিতীয় দিন ছিল ২ লাখ। এ বছর দ্বিতীয় দিনে আরও বাড়ার সম্ভাবনা আছে।’

জাতীয় চিড়িয়াখানা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। রবিবার চিড়িয়াখানার সাপ্তাহিক বন্ধ।

ছবি: প্রতিবেদক

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বশেষ খবর
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে