গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার পর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে সাধারণ মুসল্লি ও খেলাফত মজলিসের নেতৃত্বে আলাদা দুটি মিছিল বের হয়।
বায়তুল মোকাররম মসজিদ ও তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় সন্দেহভাজনদের তল্লাশি করতে দেখা গেছে। তবে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এসময় বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন মিছিলকারীরা। তারা ইসরায়েলকে নিষিদ্ধ এবং নেতানিয়াহুর বিচার দাবি করেন।