X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচন: স্থগিত কেন্দ্রের ভোট ঈদের পর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৬, ১৮:১৬আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৮:২৫

 

নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ (ইউপি) স্থগিত হওয়া কেন্দ্রগুলোর ভোট কোরবানির ঈদের পর অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বর মাসের শেষদিকে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য অনুযায়ী নির্বাচন কমিশন ইতোমধ্যে স্থগিত কেন্দ্রের তালিকা চূড়ান্ত করে ভোটগ্রহণের জন্য প্রস্তুতি শুরু করেছে।
জানা গেছে, ভোটের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে সংসদ সচিবালয় ফাইল প্রস্তুত করেছে। কমিশন বৈঠকে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ইসির পরিকল্পনা অনুযায়ী গেল জুলাই মাসের শেষ দিকে স্থগিত এসব ইউপির ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বন্যার কারণে ভোটগ্রহণে দেরি হচ্ছে।
ছয় ধাপে অনুষ্ঠিত ৪ হাজার ১০৪টি ইউপি নির্বাচনের মধ্যে সহিংসতা, ব্যালট ছিনতাই, আগেই ব্যালটে সিল মারাসহ নানা অনিয়মের কারণে ৩৪৬টি ভোটকেন্দ্র বন্ধ রাখা হয়। এসব কেন্দ্রের ভোটার সংখ্যা হিসাব করে চেয়ারম্যান বা সদস্য পদে ভোটের ব্যবধান ভোটার সংখ্যার চেয়ে বেশি থাকলে পুনরায় ভোটগ্রহণের প্রয়োজন হবে না। তবে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটের চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান কম হলে নির্বাচন পরিচালনা বিধির ৩৭ (২) অনুযায়ী অবশ্যই পুনরায় ভোটগ্রহণের প্রয়োজন পড়ে। সেই হিসাবে কমিশনের তথ্য মতে, ৩৪৬ কেন্দ্রের ভোট স্থগিতের কারণে ১০৪টি ইউপির চেয়ারম্যান পদের ফল ঝুলে আছে।

এছাড়া স্থগিত কেন্দ্রের সমান সংখ্যক সাধারন সদস্য ও দেড়শ’র মতো সংরক্ষিত মহিলা সদস্যের ফলও অমীমাংসিত হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ২২ মার্চ ৬৫টি, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৩৭টি, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ২৬টি, চতুর্থ ধাপে ৭ মে ৫৩টি, পঞ্চম ধাপে ২৮ মে ১২৩টি ও শেষ ধাপে ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এই নির্বাচনে ছয় ধাপে ৪৫ হাজারের বেশি কেন্দ্র ছিল।

স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণের পরিকল্পনা আমাদের ‍আগেই ছিল। বন্যাসহ পরিবর্তিত পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। আশা করছি ঈদের পর  করতে পারব।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা