ফেব্রুয়ারির শেষের দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন হতে পারে। ওই মাসের তৃতীয় সপ্তাহে ভোট হওয়ার সম্ভাবনা বেশি। এ ক্ষেত্রে জানুয়ারির মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এদিকে, ৩০ নভেম্বর আনিসুল হকের মৃত্যুর পর ১ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সোমবার (৪ ডিসেম্বর) গেজেট প্রকাশিত হয়েছে। তবে তা সোমবার সন্ধ্যা পর্যন্ত কমিশনের হাতে পৌঁছায়নি। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর-১৬ ধারায় বলা হয়েছে, মেয়র বা কাউন্সিলের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের আগে যদি কোনও পদ শূন্য হয়, তবে ৯০ দিনের মধ্যে সেখানে উপ-নির্বাচন হবে। উপ-নির্বাচনের বিজয়ী বাকি মেয়াদে মেয়র বা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করবেন। এই হিসেবে ৯০ দিনের মধ্যে (আগামী ২৮ ফেব্রুয়ারি) এ শূন্য পদে উপ-নির্বাচন হতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়র পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের খবরটি জেনেছি। তবে, গেজেট এখনও কমিশনের হাতে এসে পৌঁছেনি। গেজেট পেলে তা কমিশন সভায় তোলা হবে। কমিশন থেকে যে সিদ্ধান্ত আসে, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’
কবে ভোট হবে, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আইন অনুযায়ী যে তারিখে পদ শূন্য ঘোষণা করা হবে, ওই দিন থেকে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এদিকে গত ১ ডিসেম্বর পদ শূন্য ঘোষণা হওয়ার ইতোমধ্যে ক্ষণ গণনা শুরু হয়ে গেছে উল্লেখ করে নির্বাচন কমিশনের উপসচিব পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা গেজেট হাতে পেলেই উপ-নির্বাচনের প্রক্রিয়া শুরু করবো।’
২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন শেষ করার কথা উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ‘নির্বাচনের অন্তত ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। এ হিসেবে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে ভোট গ্রহণের দিন নির্ধারণ করে জানুয়ারি মাসের প্রথম দিকে এই নির্বাচনের তফসিল ঘোষণার হওয়ার সম্ভাবনাই বেশি।’
গত ২০১৫ সালের ২৮ এপ্রিল ডিএনসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক বিজয়ী হন। নির্বাচনের পর ২০১৫ সালের ৬ মে তিনি মেয়র হিসেবে শপথ নেন। ১৪ মে থেকে মেয়রের দায়িত্ব পালন শুরু করেন। এর মাত্র আড়াই বছরের মাথায় গত ৩০ নভেম্বর তিনি লন্ডনের একটি হাসপাতালে মারা যান। গত শনিবার (১ ডিসেম্বর) বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।