X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে ১৩ ইউনিয়নের নির্বাচন স্থগিত

ফরিদপুর প্রতিনিধি
০১ মার্চ ২০১৬, ০১:৫৬আপডেট : ০১ মার্চ ২০১৬, ০২:০২

ইউপি নির্বাচন-২০১৬ ফরিদপুরে প্রস্তাবিত সিটি করপোরেশনের এলাকাভুক্ত ১৩টি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।  সম্প্রতি স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইপ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সৈয়দ মো. নুরুল বাসিরের স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুর রশিদ জানান, আদেশে বলা হয়েছে, ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের কার্যক্রম চলমান রয়েছে। তাই ফরিদপুর সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার কানাইপুর, কৈজুরী, গেরদা, আলিয়াবাদ, অম্বিকাপুর, ডিক্রিরচর, মাচ্চর, চরমাধবদিয়া, কৃষ্ণনগর, ঈশান গোপালপুর,নর্থচ্যানেল এবং পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার চাঁদপুর ও দাদপুর ইউনিয়নের আসন্ন নির্বাচন স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।
ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  আরও জানান, মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক প্রস্তাবিত ফরিদপুর সিটি করপোরেশনের জন্য ১৩টি ইউনিয়নের নাম প্রস্তাব করা হয়েছিল। সে কারণে স্থানীয় সরকার বিভাগ থেকে আমরা একটি আদেশ পেয়েছি। সে অনুয়ায়ী ফরিদপুর সিটি করপোরেশনের সীমানা চূড়ান্ত না হওয়া পর্যন্ত উল্লিখিত ইউনিয়নে আসন্ন নির্বাচন না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, ফরিদপুর সিটি করপোরেশনের আওতায় বোয়ালমারীর উপজেলার চাঁদপুর ও দাদপুর ইউনিয়নে অন্তর্ভুক্ত করার আপত্তি জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানরা।

দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামীম মোল্যা বলেন, আমরা ফরিদপুর সিটি করপোরেশনের মধ্যে থাকতে চাই না। আমরা ইউনিয়ন পরিষদেই ভালো আছি। তা ছাড়া এলাকার জনগণ কোনও মতেই সিটি করপোরেশনের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে চাইছেন না। প্রয়োজনে আমরা আন্দোলন করব।

/এনএস/এমএসএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
এই সরকার ভোটে নির্বাচিত নয়, সেজন্য জনগণকে তারা ভয় পায়: ড. মঈন খান
এই সরকার ভোটে নির্বাচিত নয়, সেজন্য জনগণকে তারা ভয় পায়: ড. মঈন খান
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে