X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
দ্বিতীয় ধাপ থেকে আরও ১৫টি ইউপি বাদ

বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৬, ১৭:৪৩আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৭:৪৯

ইউপি নির্বাচন-২০১৬ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আরও ১৫টির নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ইউপির তফসিল বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত চিঠি মঙ্গলবার সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে কমিশন দ্বিতীয়ধাপের আরও ১২টি ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে সর্বশেষ তথ্য ‍অনুযায়ী এ ধাপে ৬৫৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয়ধাপে ৬৮৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ২ মার্চ বুধবার এসব ইউপিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা আছে। আগামী ৩১ মার্চ এসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 
দ্বিতীয় ধাপে আরও ৩/৪টির মতো ইউপিতে ভোটগ্রহণ বাতিল হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।

এদিকে, মনোনয়নপত্র জমা দিতে গিয়ে নানা স্থানে বাধা, ভয়ভীতি ও মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসি এখন থেকে একাধিক স্থানে মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার ব্যবস্থা করেছে। সকল জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে মঙ্গলবার চিঠি ইস্যু করেছে কমিশন। ফলে প্রার্থী এখন থেকে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার যেকোনও ইউপির প্রার্থীরা চাইলে জেলায় গিয়ে তার মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

প্রসঙ্গত, ইউপি নির্বাচনি বিধিমালা অনুযায়ী একজন প্রার্থী চাইলে একইপদে একাধিক মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমা দিতে পারবে। এতে করে তার কোনও মনোনয়নপত্র বাতিল হবে না। ফলে যদি কোন প্রার্থী একই সঙ্গে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তাতে আইনি কোনও জটিলতায় পড়বেন না।

সর্বশেষ দ্বিতীয়ধাপে বাদপড়া ১৫টির বিষয়ে ইসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, সিটমহল অন্তর্ভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট ১৫টি উইনিয়নে ভোটার তালিকা পুনর্বিন্যাস না হওয়ায় ইউপিগুলোয় নির্বাচন স্থগিত করা হয়েছে।
নির্বাচন স্থগিত হওয়া ১৫টি ইউনিয়নগুলো হলো—পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী, কাজলদিঘী কালিয়াগঞ্জ, মারেয়া বামনহাট, বড়শশী, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারী, পাথরডুবি, শিলখুরি, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর, বুড়িমারী, পাটগ্রাম, কুচলীবাড়ি, জগতবেড়, জোংড়া, বাওরা এবং হাতিয়াবান্দা উপজেলার গোতামারী।

প্রথম ধাপে ৭৫২টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হলেও সীমানা সংক্রান্ত ও আইনি জটিলতার কারণে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৭৩৬টিতে।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ