X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অবৈধ করাত কল সাড়ে ১১ হাজার, উচ্ছেদে লাগবে ২৩ বছর!

সঞ্চিতা সীতু
১৭ নভেম্বর ২০২২, ১১:৫৯আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১১:৫৯

পাঁচ বছরে মাত্র ২ হাজার ২৪৭টি অবৈধ করাত কল উচ্ছেদ করা হয়েছে। অর্থাৎ বছরে গড়ে ৪৪৯টি করাত কল উচ্ছেদ হয়েছে। এখনও বহাল তবিয়তে রয়েছে অবৈধ চিহ্নিত ১১ হাজার ৪৯৭টি করাত কল। এই গতিতে যদি অবৈধ করাত কল উচ্ছেদ করা হয়, তাহলে সময় লাগবে প্রায় ২৩ বছর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বনভূমি রক্ষায় অবৈধ করাত কল উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি বৈঠকে গত মাসের একেবারে শেষ দিকে এসে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

কেন অবৈধ এসব করাত কল উচ্ছেদে ২৩ বছর সময় লাগবে—এটিই এখন বড় প্রশ্ন। সংশ্লিষ্টরা বলছেন, করাত কল বা কাঠ চেরাই করার মেশিন বিদ্যুতে চলে। বিদ্যুৎ সংযোগ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এগুলো আর চলতে পারবে না। একই সঙ্গে এসব অবৈধ স্থাপনা কী করে বিদ্যুৎ সংযোগ পায়, তাও খতিয়ে দেখে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনলে এভাবে যেখানে-সেখানে আর করাত কল গড়ে উঠবে না বলে মনে করা হচ্ছে।

চলছে কাঠ ফাড়াইয়ের কাজ

মন্ত্রণালয় সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে অবৈধ করাত কল উচ্ছেদ করার নির্দেশনা দেন। ওই বছর ৩০ জুন দেশে অবৈধ করাত কলের সংখ্যা ছিল ১৩ হাজার ৯৫৯টি। ৩০ সেপ্টেম্বর ২০২২-এর হিসাব বলছে, এখন অবৈধ করাত কলের সংখ্যা ১১ হাজার ৪৪৯টি। এর মধ্যে ৬৫৭টি করাত কলকে সিলগালা করা হয়েছে। অবৈধ ৩৩৯টি করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ বনজদ্রব্যের মধ্যে ১ হাজার ৭২৬ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ১ কোটি ৪৫ লাখ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে করা হয়েছে ৩৬২টি মামলা।

পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ সই করা ৩ নভেম্বর বৈঠকের কার্যপত্রে বলা হচ্ছে, এখন থেকে বিধিবিধান অনুসরণ করে করাত কলের লাইসেন্স দিতে হবে। যাতে অবৈধ করাত কল সহজে চিহ্নিত করা যায়। একই সঙ্গে এখন থেকে প্রতি মাসে করাত কল উচ্ছেদের হিসাব মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অনেক ক্ষেত্রে বনের অনেক গভীরে চোর চক্র করাত কল স্থাপন করে। এসব করাত কলে রাতের আঁধারে কাঠ কেটে চেরাই করে বিক্রি করে দেওয়া হয়। তাদের সহজে চিহ্নিত করা যায় না। আবার তাদের সঙ্গে বন বিভাগের লোকজনেরও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ফলে তাদের উচ্ছেদ করতে গেলে আগেভাগে খবর চলে যায়। কিন্তু করাত কল চাইলেই লুকিয়ে ফেলা যায় না। চেষ্টা করলে উচ্ছেদ করা কঠিন কোনও বিষয় নয়।

অবৈধ করাত কল সাড়ে ১১ হাজার, উচ্ছেদে লাগবে ২৩ বছর!

সূত্র বলছে, এখন করাত কল ছাড়াও ইলেকট্রিক রিচার্জেবল করাত বের হয়েছে। সাধারণত গাছ কাটা এবং খণ্ড খণ্ড করার জন্য এসব করাত ব্যবহার করা হয়। একবার চার্জ দিলে এ ধরনের করাত দিয়ে কয়েক ঘণ্টা কাজ করা যায়। করাত কল বন্ধের পাশাপাশি সংরক্ষিত বনের আশপাশে যেন এসব ইলেকট্রিক করাত ব্যবহার না হয়, সেদিকেও নজর রাখা উচিত বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করাত কল বন্ধের সঙ্গে সরকারি লোকজনই জড়িত। তাই যতই অভিযান পরিচালনা হোক, ফলাফল একই আসবে।’ 

তিনি আরও বলেন, ‘করাতগুলো আসলেই বন্ধ করতে হলে এতদিনে যেসব করাত কলের অনুমোদন দেওয়া হয়েছে, তা কারা দিয়েছে, তাদের খুঁজে বের করতে হবে। শাস্তির আওতায় আনতে হবে। এরপর নতুন করে অভিযানে নামলেই করাত কলের সংখ্যা কমে আসতে পারে।’

/এমএস/এনএআর/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মুকাভিনয় ও অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী