X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

সাবেক আইজিপি এ ওয়াই বি আই সিদ্দিকী মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ১৬:২৯আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৮:০২

বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ও সাবেক সচিব এওয়াইবিআই সিদ্দিকী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ জুলাই) দিবাগত রাতে মৃত্যুবরণ করেন তিনি। সাবেক এই আইজিপি বাংলাদেশের প্রথম সিভিল পিসকিপিং কন্টিনজেন্টের কমান্ডার ছিলেন।

এওয়াইবিআই সিদ্দিকী, যিনি ‘বুরহান সিদ্দিকী’ নামেও পরিচিত। তিনি ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৬তম পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৯-৯০ সালে নামিবিয়ায় জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে অংশ নিয়ে প্রধান লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

কর্মজীবনে এওয়াইবিআই সিদ্দিকী পানিসম্পদ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদে তার তৃতীয় চুক্তির মেয়াদ শেষে ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এরপর একাধিক আন্তর্জাতিক পানি গবেষণা, আইনশৃঙ্খলা ও উন্নয়ন প্রকল্পের এসএমই এবং পরামর্শক হিসেবে কাজ করেন। এছাড়া তিনি বিটিভির তালিকাভুক্ত সংগীতশিল্পী ও উপস্থাপক ছিলেন।

এওয়াইবিআই সিদ্দিকী ১৯৪৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম এএমএলএ সিদ্দিকী। তিনি বেড়ে ওঠেন চট্টগ্রামে এবং কলেজের পড়াশোনা শেষ করে লাহোরে চলে যান। সাবেক মন্ত্রী এল কে সিদ্দিকী তার ভাই। তিনি ১৯৭১ সালে রেহানা সিদ্দিকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে লুৎফি সিদ্দিকী এবং এক মেয়ে হুসনা সিদ্দিকী। এরমধ্যে ছেলে লুৎফি সিদ্দিকী ইউনাইটেড ব্যাংক অব সুইজারল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক।

এওয়াইবিআই সিদ্দিকী ১৯৭০ সালে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

জানাজা অনুষ্ঠিত

মরহুমের প্রথম জানাজা রবিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় আইজিপি ড. বেনজীর আহমেদ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সাবেক পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মরহুমের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করেন।

পরে আইজিপি বেনজীর আহমেদ তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজা শেষে বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ মরহুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঠানো হয়। সেখানে বাদ আছর দক্ষিণ রহমতনগর মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আইজিপির শোক

সাবেক আইজিপি ও সচিব এওয়াইবিআই সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ।

আইজিপি এক শোকবার্তায় বলেন, ‘এওয়াইবিআই সিদ্দিকী একজন সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন। আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশ ও জনগণের কল্যাণ এবং বাংলাদেশ পুলিশের উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর কা‌জের মাধ্য‌মে তি‌নি ‌চিরস্মরণীয় হয়ে থাকবেন।

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনপি মহাসচিবের শোক

সাবেক আইজিপির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সিদ্দিকীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।  বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

 

/আরটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সাবেক পুলিশ সুপার আরিফুর সাময়িক বরখাস্ত
এটি কোনও গোপন ছবি নয়: প্রেস উইং ফ্যাক্টস
চট্টগ্রামে ঈদের ছুটিতে থাকবে সিএমপির তিন স্তরের নিরাপত্তা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে