X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

যে ‘সেবা’ দিয়েছিলেন কাজী আনোয়ার হোসেন

উদিসা ইসলাম
১৯ জানুয়ারি ২০২২, ২১:২৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২২:১৭

কাজী আনোয়ার হোসেন—নামটা উচ্চারণ করলে কোনও বয়োবৃদ্ধ চেহারা ভেসে ওঠে না পাঠকের সামনে। নজরকাড়া চৌকস বুদ্ধিদীপ্ত প্রেমিক পুরুষ মাসুদ রানার ছবিই ভেসে ওঠে বলে বলছেন তার পাঠকরা। কাজী আনোয়ার হোসেনের মৃত্যুর খবর বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পাঠকদের সামনে সেই মাসুদ রানারই প্রতিচ্ছবি যেন ভেসে উঠতে থাকে বারবার। ফেসবুক-ইনস্টাগ্রাম ভরে ওঠে নানা বইয়ের কাভারে।

যারা দীর্ঘদিন বাংলা সাহিত্য দেখছেন, তারা বলছেন, কাজী আনোয়ার হোসেন বাংলার পাঠক ও তরুণদের যুক্তিশীল আধুনিক করে গড়ে তুলতে পেরেছিলেন। যারা লেখালেখি, সাংবাদিকতা করছেন, তারা বলছেন, লেখা আরও সহজ হয় কীভাবে, সেই ভাবনার জগৎ খুলে দিয়েছিলেন কাজী আনোয়ার হোসেন।

যে মানুষটি সেবা প্রকাশনীর মাধ্যমে কাজটি করেছেন, সেই জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ মাসুদ রানার স্রষ্টা এবং সেবা প্রকাশনীর কর্ণধার কাজী আনোয়ার হোসেন মারা গেছেন বুধবার (১৯ জানুয়ারি)।

১৯৬৬ সালে বিদ্যুৎ মিত্র ছদ্মনামে মাসুদ রানার প্রথম বই 'ধ্বংস পাহাড়' প্রকাশ করেন কাজী আনোয়ার হোসেন। অভাবনীয় জনপ্রিয়তা পায় সেই বই। এরপর তরুণ প্রজন্মের পাঠকদের কাছে কাঙ্ক্ষিত হয়ে ওঠে মাসুদ রানা চরিত্র। অর্ধশতাব্দীর বেশি সময় ধরে সাড়ে চারশ’র বেশি বই প্রকাশ হয়েছে এ সিরিজের।

আরও কী ‘সেবা’ তিনি সামনে এনেছিলেন? বাংলাদেশে পেপারব্যাক বই প্রকাশের নতুন দিগন্ত উন্মোচন করেছিল সেবা প্রকাশনী। কেবল স্পাই থ্রিলার নয়, বিশ্বখ্যাত ক্ল্যাসিকগুলোর অনুবাদও পাঠকের হাতে তুলে দিতে শুরু করলো সেবা।

সোজাসাপ্টা করে, অল্প কথায় গুছিয়ে লেখা, কঠিন বাংলাকে ঘিরে তৈরি হওয়া উপন্যাসের দেয়াল ভেঙে বাংলা সাহিত্যকে সকল স্তরে বোধগম্য করে তোলার পেছনে তার অবদানের কথা বারবারই উল্লেখ করা হয়।

একটা দৃশ্যকল্প তুলে ধরে পাঠককে কীভাবে লেখক তার পরিসরে টেনে আনবেন এবং বের হতে দেবেন না, সেই জাদু ছিল তার ভাষায়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক সাবরিনা সুলতানা চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, “১৯ শে জন্ম তারিখ, জুলাইতে। ১৯ জানুয়ারিতে চলে যাওয়া। কাজী আনোয়ার হোসেন, জনপ্রিয় মাসুদ রানা ও কুয়াশা সিরিজের স্রষ্টা। আমাদের কৈশোর, তারুণ্যের নায়ক, কাজীদা। বাংলাদেশের রহস্য-রোমাঞ্চ গল্পের জনপ্রিয় সাহিত্যধারা আপনার কাছে ঋণী থাকবে।”

সেবা প্রকাশনীর অতিপরিচিত অনুবাদক রওশন জামিল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাজী আনোয়ার হোসেন বরাবরই সহজ সরল এবং মানুষের মুখের কথার কাছাকাছি থাকতে চেয়েছেন। প্রমিত বাংলার ব্যাপারে কোনও আপস করেননি। ফলে আগের বাংলার যে ভাবগাম্ভীর্য, সেখান থেকে বেরিয়ে একটা দমকা হাওয়া এনে দিয়েছিল সেবা। অনুবাদকে জনপ্রিয় করা এবং এটি করেও যে পরিবার পরিজন নিয়ে ঢাকা শহরে টিকে থাকা যায়, সেবা প্রকাশনী সেটি করে দেখিয়েছে।’

লেখক ঋভু অনিকেত ফেসবুকে লিখেছেন, ‘যার মাধ্যমে বই পড়া শিখলাম, ভিনদেশি কেতা শিখলাম, মানুষকে প্রশংসা করতে শিখলাম, আত্মসম্মোহন/মেডিটেশন শিখলাম, সেই বিদ্যুৎ মিত্র, সেই কাজী আনোয়ার হোসেন আর নেই! একটা সময় ছিল যখন অপেক্ষায় থাকতাম মাসুদ রানা কিংবা কুয়াশার পরবর্তী সিরিজের জন্য! যে লেখক তাঁর প্রতিটি লেখা দিয়ে আমাদের ভিন্ন জগতে নিয়ে যেতেন। আবার প্রকাশক হিসেবে পেপারব্যাক বই প্রকাশ করে আমার মতো কিশোরদের সস্তায় বই কিনে পড়ার সুযোগও করে দিয়েছিলেন।’

সাহিত্যিক ও প্রকাশক মঈনুল আহসান সাবের বলেন, ‘রোমাঞ্চ, গোয়েন্দা সাহিত্যের একটি জরুরি অংশ। সেবা প্রকাশনীতে অনুবাদের বিষয়টি পরে এসেছে। কিন্তু তার আগের যে সাহিত্য দেখি সেটি আমাদের তরুণ সমাজকে আন্দোলিত ও আধুনিক করেছে। তাদের গুছিয়ে চিন্তা করতে শিখিয়েছে।’

মাসুদ রানার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মাসুদ রানার মাধ্যমে দেখানো সম্ভব হয়েছে যে জীবনযাপন কতটা লজিক্যাল হতে পারে। তরুণদের মধ্যে আধুনিক দৃষ্টিভঙ্গি তৈরির পাশাপাশি এমন একটা আবহ তৈরি করতে সক্ষম হয়েছেন যেটার সঙ্গে তরুণরা পরিচিত ছিলেন না। এবং পরিচিত হয়ে তিনি আধুনিক মনস্ক, বুদ্ধিমান হয়েছেন। সর্বোপরি পড়ার অভ্যাস তৈরি হয়েছে। যদি ধরে নিই মাসুদ রানা এক লক্ষ পাঠক পড়েছে এবং তাদের মধ্যে যদি ১০ শতাংশ পাঠকও অন্য বই পড়ে থাকেন, তা হলে সেটাও তো পড়া। কাজীদা মানুষকে আধুনিক করেছেন। তিনি আনন্দের উৎসও ছিলেন।’

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!