X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

জঙ্গিবাদ প্রতিরোধে জনমত গঠনে কাজ করবে বেফাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৬, ০১:৪৭আপডেট : ২৭ মে ২০১৬, ০৫:৪৯

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী জনমত গঠনে কাজ করবে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)। তারা দেশের বিভিন্ন কওমি মাদ্রাসা ও মসজিদের মাধ্যমে ইসলামের সত্যিকার আদর্শ তুলে ধরবে বলে জানিয়েছে। পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দফতরে সাক্ষাৎ করতে গিয়ে বেফাকের প্রতিনিধি দলের নেতারা এ কথা বলেন।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান জানান, বেফাক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আশ্রাফ আলী ও মহাসচিব মাওলানা আব্দুল জব্বার।
তারা বলেন, আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করছি। দেশব্যাপী কওমি মাদ্রাসার শিক্ষকগণ সন্ত্রাস ও মাদকের অপব্যবহার বিষয়ে জনগণের কাছে তুলে ধরছেন। ইসলামের শান্তির বার্তা মানুষের নিকট পৌঁছে দিচ্ছেন। তারা এসব ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখা এবং পুলিশের সঙ্গে একযোগে কাজ করার ব্যাপারে আইজিপিকে আশ্বাস দেন।
প্রতিনিধি দল জাতীয় শিক্ষানীতি ২০১০, খসড়া শিক্ষা আইন ২০১৬ এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে ইসলামবিরোধী বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে পুলিশ প্রধানকে অবহিত করেন। তারা পাঠ্যপুস্তক থেকে এ বিষয়গুলো বাদ দেওয়ার বিষয়ে আইজিপির সহযোগিতা কামনা করেন। এ সময় আইজিপি তাদের উদ্দেশে বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে হত্যা, খুন বা উগ্রবাদের কোনও স্থান নেই। তিনি জঙ্গিবাদ এবং সন্ত্রাস দমনে বেফাক নেতৃবৃন্দের ভূমিকার প্রশংসা করেন। ইসলামবিরোধী প্রচারণা বন্ধে বেফাক নেতৃবৃন্দের কাছ থেকে আরও দায়িত্বশীল ভূমিকা ও আচরণ আশা করেন আইজিপি।
সাক্ষাতকালে বেফাকের নেতৃবৃন্দ ছাড়াও পুলিশ সদর দফতরের এআইজি (গোপনীয়) মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন:

 ‘স্কুলের পাঠ্যবইয়ে সাম্প্রদায়িকতা উসকে দেওয়া হয়েছে’

হাসিনা হাত বাড়ালেন, এবার পালা মমতার

আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

/জেইউ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
‘একটা দল মাথা-মুণ্ডু নেই, আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে’
‘একটা দল মাথা-মুণ্ডু নেই, আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে’
ভোলায় মাদ্রাসায় ও চট্টগ্রামে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
ভোলায় মাদ্রাসায় ও চট্টগ্রামে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
আনারসের পাতা থেকে তৈরি হবে সিল্ক জামদানি শাড়ি
আনারসের পাতা থেকে তৈরি হবে সিল্ক জামদানি শাড়ি
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা