X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের হংকংয়ের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৬, ১৮:৩১আপডেট : ০৫ জুন ২০১৬, ১৮:৩৪

মোরশেদ খান অর্থপাচার মামলায় বিএনপি নেতা ও  সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মোরশেদ খান, তার স্ত্রী ও ছেলের নামে থাকা হংকংয়ের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার দুদকের করা এক রিভিশনের  পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। আগামী ১৫ জুন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের যৌথবেঞ্চ এ আদেশ দেন।
এই মামলায় তাদের বিরুদ্ধে কেন পুনঃতদন্তের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আগামী ২ সপ্তাহের মধ্যে মোরশেদ খান, তার স্ত্রী ও ছেলেকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘আদালত আমার কাছে জানতে চেয়েছিল যে বাংলাদেশের আদালত বিদেশের ব্যাংক হিসাব জব্দের আদেশ দিতে পারে কি না? আমি বলেছি মানি লন্ডারিং আইন অনুযায়ী পারে। পরে আদালত এই হিসাব ১০ দিন জব্দ রাখার নির্দেশ দেন। এটি বাংলাদেশের কোনও আদালতের প্রথম বিদেশি ব্যাংকের হিসাব জব্দ রাখার নির্দেশ।  
দুদকের আইনজীবী জানান, মুদ্রাপাচারের অভিযোগে ২০০৮ সালে মোরশেদ খান, তার স্ত্রী ও ছেলের  নামে একটি মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে ২০১৫ সাল পর্যন্ত তাদের ব্যাংক হিসাব  জব্দ ছিল। মামলায় গত বছর দুদক ফাইনাল রিপোর্ট দিলে  তা গৃহীত হয়।

সেই পরিপ্রেক্ষিতে হংকংয়ের ব্যাংক থেকে দুদককে জানানো হয় মোরশেদ খানসহ ৩ জনের হিসাব খুলে দেওয়া হয়েছে। এ খবর জানার পর ঢাকার বিশেষ আদালতে দুদকের পক্ষ থেকে ফাইনাল রিপোর্টের ওপর নারাজি আবেদন করা হয়। কিন্তু ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত সেই নারাজি আবেদন খারিজ করে দেন।

নিম্ন আদালতের সেই আদেশের বিরুদ্ধে রবিবার দুদক হাইকোর্টে এই রিভিশন দায়ের করেন।  ওই হিসাবে ৬ মিলিয়ন হংকং ডলার  রয়েছে বলে জানান দুদকের আইনজীবী।

আরও পড়তে পারেন: আসামিকে মুক্তি না দেওয়ায় জেলসুপার ও আইনজীবীকে হাইকোর্টে তলব

/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!