X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

র‌্যাবের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৬, ১৮:৩৪আপডেট : ২২ জুন ২০১৬, ১৮:৪৪

র‌্যাব রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে র‌্যাবের ধাওয়া খেয়ে একটি ভবনের ছাদ থেকে পড়ে আরিফ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ১৭ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে।
র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালত মিজানুর রহমান দাবি করেন, একটি চক্র মেয়েদের দিয়ে প্রেমের ফাঁদে ফেলে ছেলেদের ওই বাসায় নিয়ে যায় এবং ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে, এমন অভিযোগ পাওয়ার পর ছয়তলা ভবনের দ্বিতীয়তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরিফ নামে এক যুবক বাসার ছাদে গিয়ে পাইপ ধরে নিচে নামার সময় পড়ে গুরুতর আহত হয়। পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ সময় আরও তিন ব্যক্তিকে আটক করা হয়। তারা হলেন- ফজলুল হক (৪৫), জহিরুল ইসলাম (২৭) ও মাসুম (২০)। এছাড়া তিন নারীকে আটক করা হয়েছিল। তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
মিজানুর রহমান আরও দাবি করেন, এই চক্রটি বিভিন্ন পেশার মানুষকে টার্গেট করে তাদের সঙ্গে মেয়েদের দিয়ে প্রেমের সম্পর্ক করাতো। এরপর তাদের ফুসলিয়ে ওই ফ্ল্যাটে নিয়ে এসে তাদের জিম্মি করে টাকা আদায় করতো। এছাড়া তারা পতিতাবৃত্তি ও চাঁদাবাজীসহ নানা ধরণের অপরাধের সঙ্গে জড়িত ছিল।
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আজ সকাল ১১টা ৫০ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে লাশের সুরতহাল প্রস্তুত করি। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও তার পরিচয় জানা যায়নি।’

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

গত বছরের ১৮ আগস্ট রাজধানীর শান্তিনগর এলাকায় র‍্যাবের তাড়া খেয়ে পালানোর সময় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়।


/এআরআর/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদ উপলক্ষে বাজারে এলো ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী পণ্য
ঈদ উপলক্ষে বাজারে এলো ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী পণ্য
মালয়েশিয়ায় পুলিশ স্টেশনে হামলা, ২ কর্মকর্তা নিহত
মালয়েশিয়ায় পুলিশ স্টেশনে হামলা, ২ কর্মকর্তা নিহত
ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি সই
ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি সই
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক