X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিলো ৩০ দল, সময় চেয়েছে আ.লীগ-বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ২০:৩৯আপডেট : ৩১ জুলাই ২০১৬, ২২:৩০





নির্বাচন কমিশন আয়-ব্যয়ের হিসাব জমা দিতে সময় বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে আওয়ামী লীগ ও বিএনপি।
দেশের বড় এই দুই দল ছাড়া আরও ৮টি দল সময় চেয়ে আবেদন করেছে। দলগুলো হলো বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, ন্যাশনাল পিপলস্‌ পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ।


এদিকে, দেশের নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে বাকি ৩০টি দল নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে তাদের আয় ব্যয়ের (অডিট রিপোর্ট) হিসাব জমা দিয়েছে।
আরপিও অনুযায়ী সব নিবন্ধিত রাজনৈতিক দলকে তাদের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব পরবর্তী বছরের ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে। অবশ্য নির্ধারিত সময়ে জমা দিতে ব্যর্থ হলে আগেভাগে কমিশনে আবেদন করে সময় বাড়ানোরও সুযোগ রয়েছে।
এর আগে গত জুন মাসের মাঝামাঝি সময় অডিট রিপোর্ট দেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিতে নিবন্ধিত দলগুলোতে পৃথক চিঠি দেয়।
কমিশনে ৪১টি রাজনৈতিক দল নিবন্ধিত হলেও উচ্চ আদালতের আদেশে বর্তমানে জামায়াত ইসলামীর নিবন্ধত স্থগিত রয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে যে দলগুলো অডিট রিপোর্ট জমা দিয়েছে সেগুলো হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাকের
পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, গণফোরাম, গণফ্রন্ট, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পাটি-জাগপা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)।




এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক রিয়াজুল কবীর কাউসার বাংলা ট্রিবিউনকে বলেন, অডিট রিপোর্ট জমা দেওয়ার জন্য তারা সেপ্টেম্বরের ৫ তারিখ পর্যন্ত সময় চেয়ে কমিশনের কাছে আগেই আবেদন করেছেন। আশা করছেন, কমিশন এই বিষয়টি বিবেচনা করবেন।


নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে আমরা ৩০টি দলের অডিট রিপোর্ট পেয়েছি। বাকি ১০টি দল সময় চেয়ে আবেদন করেছেন।
সময় বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, সময় না বাড়ানোর কোনও কারণ তো দেখছি না। আগেও দলগুলো সময় বৃদ্ধির আবেদন করলে কমিশনা সেটা ইতিবাচকভাবে বিবেচনা করছে। এবারও নিশ্চয়ই সেটা হবে। দুই-একদিনের মধ্যে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত  নেবেন বলেও ইসি সচিব জানান।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী