X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

গাঁজা নিয়ে জোড়া খুন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৬, ০৫:১৭আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ০৭:৫০

খুন পাশাপাশি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন মোতালেব ও সোহেল। সঙ্গে ছিলেন হাবিব (৩২) নামের আরেকজন। মাঝরাতে মোতালেবের কাছে গাঁজা চায় সোহেল। মোতালেব টাকা ছাড়া দিতে অস্বীকৃতি জানালে জোর করে গাঁজা ছিনিয়ে নেয় সোহেল। এ নিয়ে প্রথমে তাদের মধ্যে হাতহাতি হয়। পরে খুনোখুনি। নিহত হয় মোতালেব (৩৫)। ঘটনাচক্রে হাবিবও (৩২)।

মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর বারডেম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুট ওভারব্রিজে এ ঘটনা ঘটে। আর এ তথ্য বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন শাহবাগ থানার ওসি আবু বক্কর সিদ্দিকী।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হাবিব, মোতালেব ও সোহেল- তিনজনই মাদকাসক্ত। আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে থাকতেন তারা। সেখানে জনসাধারণের উপস্থিতি কড়াকড়ি হলে উদ্যান ছেড়ে ফুটপাত ও বিভিন্ন ফুট ওভারব্রিজে থাকতে শুরু করেন তারা। দিনে টোকাইয়ের কাজ করলেও রাতে ছিনতাইয়ের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। চুরি, ছিনতাইয়ের অভিযোগে একাধিকবার বিভিন্ন থানায় তারা আটকও ছিলো।

পুলিশ আরও জানায়, মঙ্গলবার রাতে শাহবাগ ফুট ওভারব্রিজে মোতালেবের কাছে গাঁজা চায় সোহেল। কিন্তু টাকা ছাড়া দিতে অস্বীকৃতি জানায় মোতালেব। একপর্যায়ে জোর করেই গাঁজা ছিনিয়ে নেয় সোহেল। এতে ক্ষিপ্ত হয়ে সোহেলের নাকে ঘুষি মারে মোতালেব। তখন দেখে নেওয়ার হুমকি দিয়ে সোহেল চলে যায়। কিন্তু সে আবার ফিরে আসতে পারে, এমন সন্দেহে কাঠের একটি টুকরা সংগ্রহ করে রাখে মোতালেব। সোহেল প্রায় ১৫ মিনিট পর একটা চাকু নিয়ে ফিরে আসে। কাছাকাছি আসতেই কাঠ দিয়ে সোহেলের মাথায় আঘাত করে মোতালেব। সোহেল তখন চাকু এলোপাতাড়ি চালিয়ে মোতালেব ও হাবিবকে আহত করে। পরে মাথায় আঘাত নিয়েই পালিয়ে যায় সোহেল। রক্তাক্ত অবস্থায় হাবিবকে বারডেমে ও মোতালেবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তবে দু’জনের কেউই বাঁচেনি।

শাহবাগ থানার ওসি আবু বক্কর সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরা মাদকাসক্ত। রাতে ফুট ওভারব্রিজে গাঁজা নিয়ে বিরোধের কারণে হাবিব ও মোতালেব খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে সোহেলের বিরুদ্ধে একটি মামলা করেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/আরজে/এআরএল/

আরও পড়ুন: 

সেলফি'র জন্য কোহেলী কুদ্দুসের দুঃখপ্রকাশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক