X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘শ্রমিক হত্যার দায়ে দেশে একজন গার্মেন্টস মালিকেরও বিচার হয়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৬, ১৬:৫৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৬:৫৮

শ্রমিক হত্যার দায়ে দেশে আজ পর্যন্ত একজন মালিকেরও বিচার হয়নি, বলে অভিযোগ করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তাজরীন অগ্নিকাণ্ডের ৪র্থ বার্ষিকীতেও ক্ষতিপূরণ না পাওয়া এবং কম ক্ষতিপূরণ পাওয়া শ্রমিকদের প্রতীকি অবস্থান কর্মসূচিতে এ অভিযোগ করে সংগঠনটি।

শ্রমিকদের প্রতীকি অবস্থান কর্মসূচি সরকারের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় গার্মেন্টস মালিকদের শাস্তি হয় না উল্লেখ করে কর্মসূচিতে বক্তারা বলেন, ‘গার্মেন্টস দুর্ঘটনার হোতাদের (মালিকদের) শাস্তি হয় না বলেই দেশে এধরনের দুর্ঘটনা বেড়েই চলেছে। তাজরীনের অগ্নিকাণ্ড একটি নিছক দুর্ঘটনা নয়, এটি অবহেলাজনিত শ্রমিক হত্যা।’
বক্তারা বলেন, ‘বাংলাদেশে এখন পর্যন্ত অনেক কারখানা দুর্ঘটনায় হাজার হাজার শ্রমিক নিহত হয়েছে এবং আহত হয়েছে অগণিত মানুষ। কিন্তু এসব কারণে কোনও মালিকের শাস্তি হয় না। এ ধরনের অপরাধ এবং দায়িত্বহীনতা দিনের পর দিন আরও বেড়ে চলেছে। শ্রমিকরা আরও বেশি অবহেলিত ও বঞ্চিত হচ্ছে।’

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, ‘অবহেলা করে মানুষ হত্যার অপরাধে তাজরীন ফ্যাশনের মালিককে গ্রেফতার করা হলেও তাকে কৌশলে মুক্ত করে দেওয়া হয়েছে। এ দুর্ঘটনায় কিছু শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়া হলেও অনেক শ্রমিক এখনও ক্ষতিপূরণ পায়নি। অনেক আহত শ্রমিক ক্ষতিপূরণ না পাওয়ায় পঙ্গুত্বের দিকে যাচ্ছে।’

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে শ্রমিক নেত্রী সাফিয়া পারভিন, আরিফা আক্তার, নাসিমা আক্তার, ফারুক খান এবং ফরিদুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে আদালতে তলব
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে আদালতে তলব
ম্যানসিটিকে আরও পেছনে ফেললো আর্সেনাল
ম্যানসিটিকে আরও পেছনে ফেললো আর্সেনাল
পাকিস্তানে বৃষ্টিতে নিহত ২২
পাকিস্তানে বৃষ্টিতে নিহত ২২
পাকিস্তানে বৃষ্টিতে নিহত ২২
পাকিস্তানে বৃষ্টিতে নিহত ২২
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে