X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সুরঞ্জিতের শারীরিক অবস্থার অবনতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৪৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ০১:০৫

 

সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার রাত ১০ টার পরে ১৫ মিনিটের জন্য তার হার্টবিট ছিল না। চিকিৎসকদের চেষ্টায় পুনরায় হার্টবিট ফিরে আসলেও তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এ অবস্থায় চিকিৎকসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে। ল্যাবএইড-এর চিকিৎসক ডা. বরেন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. বরেন চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের  আগ্রহ রয়েছে। তবে চিকিৎসকরা এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। কারণ, এ মুহূর্তে  দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো অবস্থা তার নেই।’
আজ  শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে ল্যাব এইড হাসপাতালের করপোরেট কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেনিন জানিয়েছিলেন, রবিবার সকালে সুরঞ্জিত সেনগুপ্তের সিঙ্গাপুর নেওয়া হতে পারে।
লেনিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন সুরঞ্জিত সেনগুপ্ত। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আধাঘণ্টা আগে (রাত ৯টার দিকে) লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’
সুরঞ্জিত সেনগুপ্ত ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান লেলিন।

সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস কামরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্যার জানিয়েছেন যে তার (সুরঞ্জিত সেনগুপ্ত) ফুসফুসে ইনফেকশন হয়েছে। শারীরিক অবস্থা খুব ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কামরুল হক আরও বলেন, ‘এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। রবিবার  তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৪৬ সালে, সুনামগঞ্জের আনোয়ারাপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) ও এমএ করেন। সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি করার পর আইন পেশায় যুক্ত হন সুরঞ্জিত। তিনি সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের একজন সদস্য। ষাটের দশকে রাজনীতি শুরু করা এই বর্ষীয়ান নেতা গত চার দশকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

/পিএইচসি/এপিএইচ/

আরও পড়ুন: লাইফ সাপোর্টে সুরঞ্জিত সেনগুপ্ত

সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী