X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

উস্কানিমূলক কোনও বই এখনও পাইনি: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৪

বইমেলা পরিদর্শন করেন পুলিশ কমিশনার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘বইয়ের নজরদারির যে কথা উঠেছে, সেটা সত্য না। নজরদারি করবে বাংলা একাডেমি। তবে দেশে আইন রয়েছে। কেউ যদি কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কিছু প্রকাশ করে, তাহলে দণ্ডবিধির ২৯৫ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। এছাড়া আইসিটি অ্যাক্ট রয়েছে। তবে আমরা  উস্কানিমূলক কোনও বই  এখনও পাইনি।’

মঙ্গলবার জাতীয় গ্রন্থমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পুলিশ কখনও বই মেলার বই নজরদারি করে না। এটা বাংলা একাডেমির কাজ। তবে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে, বা উস্কানিমূলক লেখা প্রকাশ করে, তাহলে সেটির বিষয়ে দেশের আইন অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থা হিসাবে পুলিশ তার দায়িত্ব পালন করবে।’

এবছর কোনও লেখক বা প্রকাশক এখনও পর্যন্ত নিরাপত্তার জন্য কোনও পুলিশ চায়নি  উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু লেখক ও  প্রকাশক না।  সাধারণ মানুষও যদি কেউ নিরাপত্তা চায় তাহলে নিরাপত্তা দেওয়া হবে।  তবে ১ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত  কেউ আমাদের কাছে নিরাপত্তা চায়নি। এতেই প্রমাণিত হয়, নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে। আমরা পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি। মানুষ উৎসাহ নিয়ে মেলায় প্রবেশ করছে।’

মেলার সময় সীমা নিয়ে তিনি বলেন, ‘মেলা সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজন করে থাকে। তারাই মূলত সময় সীমা নির্ধারণ করে। এছাড়াও বাংলা একাডেমি, সিটি করপোরেশন, পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বিষয়টি নিয়ে বৈঠক করেছে।  সার্বিক বিষয় চিন্তা করেই বই মেলার সময় রাত সাড়ে ৮ টা পর্যন্ত করা হয়েছে।’

/এআরআর/ এপিএইচ/

আরও পড়ুন: যে দুই কারণে কানাডার আদালতে খারিজ পদ্মা সেতু মামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ