X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কুমিল্লার জঙ্গি আস্তানায় অভিযানে সোয়াটের জন্য অপেক্ষা

আমানুর রহমান রনি
২৯ মার্চ ২০১৭, ২১:০০আপডেট : ২৯ মার্চ ২০১৭, ২১:৫৮

কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

কুমিল্লার কোটবাড়িতে জঙ্গি আস্তানায় সোয়াট পৌঁছানোর পর অভিযানের সিদ্ধান্ত নেওয়া হবে। নির্মাণাধীন তিনতলা ওই বাড়িটি বর্তমানে ঘেরাও করে রেখেছে পুলিশ। আস্তানায় একজন জঙ্গি অবস্থান করছে, বলে পুলিশ ধারণা করছে।

বুধবার দুপুরের দিকে সদর দক্ষিণ থানার কোটবাড়ির গন্ধমতি বড় কবরস্থান এলাকায় একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশ। জায়গাটি কুমিল্লা সিটি করপোরেশনভুক্ত ২৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তথ্যের ভিত্তিতে কুমিল্লার জেলা পুলিশ বাড়িটি ঘেরাও করে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কোটবাড়ির একটি নির্মাণাধীন তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষের ভেতরে এক জঙ্গি আছে বলে ধারণা করছি। নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা পযন্ত কাজ সম্পন্ন করা হয়েছে।’

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ‘আমরা বাড়িটি চারদিক থেকে ঘেরাও করে রেখেছি।এখানে সিটিটিসি’র সদস্যরাও রয়েছে। সোয়াট টিম আসার পর অভিযান শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘আস্তানার ভেতরে অনেক বিস্ফোরণ আছে, বলে ধারণা করছি। আমরা স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ করছি।’

এদিকে, আজ বুধবার সকাল থেকেই মৌলভীবাজারের দুটি বাড়িও জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশ ঘিরে রেখেছে। এর মধ্যে জেলার নাসিরপুর এলাকার বাড়িটিতে ‘অপারেশন হিট ব্যাক’ নামে অভিযান শুরু করেছে সোয়াট। সেখানে জঙ্গিদের লক্ষ্য করে এরইমধ্যে কয়েকশ’ রাউন্ড গুলি ছুড়েছে তারা। এর আগে, নাসিরপুরের ওই বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয় বলে দাবি করেছে পুলিশ।

অন্যদিকে, মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। সেখানেও সোয়াটের আরেকটি টিম পৌঁছে গেছে। তবে এখনও সেখানে অভিযান শুরু করা হয়নি। এ দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে।

এ দু’টি বাড়ির মালিক লন্ডন প্রবাসী সাইফুর রহমান নামে এক ব্যক্তি বলে জানা গেছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ঢাকাসহ সিলেটে জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামের একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ২৫ মার্চ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলাবাহিনী। চারদিনের ওই অভিযানে চার জঙ্গি নিহত হয়।

/এআরআর/টিএন/

আরও পড়ুন:

ভোটের আগে কুমিল্লার জঙ্গি আস্তানায় কোনও অভিযান নয়: সিইসি

‘কুমিল্লার আস্তানায় বিস্ফোরক নিয়ে এক জঙ্গির অবস্থান’

‘আমি চলে গেছি আল্লাহর রাস্তায়, মাকে বইলেন আমাকে যেন ক্ষমা করে দেয়’

বড়হাটের জঙ্গি আস্তানায় পৌঁছেছে সোয়াত

মৌলভীবাজারের জঙ্গি আস্তানা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেলো
‘আপনারা কি জঙ্গি, জিজ্ঞেস করতেই গ্রেনেড ছোড়ে’

মৌলভীবাজারে জঙ্গি আস্তানা: দুই বাড়ির মালিক সাইফুরের শ্যালক গ্রেফতার!

মৌলভীবাজারে দুই জঙ্গি আস্তানার কাছেই ১৪৪ ধারা জারি

যে পরিচয়ে নাসিরপুরে বাড়িটি ভাড়া নেয় জঙ্গিরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস