X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ধর্ষণ ঘটনার তদন্তে মানবাধিকার কমিশনের ৫ সদস্যের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৭, ১৬:১৮আপডেট : ০৮ মে ২০১৭, ১৭:৫৯

জাতীয় মানবাধিকার কমিশন বনানীর রেইনট্রি আবাসিক হোটেলে দুই তরুণীকে ধর্ষণের ঘটনা তদন্ত পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। তদন্তের অংশ হিসেবে কমিশন ইতোমধ্যে ওই দুই তরুণীর সঙ্গে সেদিনের ঘটনা নিয়ে কথাও বলেছে।
যৌন নির্যাতনের শিকার তরুণীদের একজন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, মানবাধিকার কমিশন তাদের সঙ্গে কথা বলে সেদিনের ঘটনা জানতে চেয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। ইতোমধ্যে মিডিয়ায় অনেক কিছু প্রকাশিত হয়েছে। তারপরও আমরা ভিকটিমদের সঙ্গে কথা বলেছি। আজকেই (সোমবার) আমরা পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি।’  তিনি বলেন, ‘ এ ঘটনা মানবাধিকারের  চরম লঙ্ঘন এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ গ্রহণ করেছে। তদন্ত শেষে পুরো বিষয়টা নিয়ে আমরা কথা বলব। নজরুল ইসলামকে আহবায়ক করে কমিটির অন্য সদস্যরা হলেন- নুরুন নাহার ওসমানী, এনামুল হক চৌধুরী, শরীফ উদ্দীন ও এম রবিউল ইসলাম।’ কমিশন সূত্রে জানানো হয়, তদন্ত কমিটি প্রয়োজনীয় স্থান পরিদর্শন, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। 
প্রসঙ্গত, দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ এনে গত ৬ এপ্রিল বনানী থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, গত ২৮ মার্চ পূর্ব পরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই শিক্ষার্থীদের জন্মদিনের দাওয়াত দেয়। ওই দিনই সাফাত তার ড্রাইভার ও দেহরক্ষীকে পাঠিয়ে দুই শিক্ষার্থীকে বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বর রেইনট্রি নামের একটি হোটেলে নিয়ে যায়। রাতের বেলা হোটেলের একটি কক্ষে দুই তরুণীকে আটকে রেখে অস্ত্রের মুখে সাফাত আহমেদ ও নাঈম আশরাফ পালাক্রমে ধর্ষণ করে। পরদিন ছাড়া পেয়ে দুই তরুণী বাড়িতে ফিরে যান। এরপর সাফাত তার দেহরক্ষীকে বাড়িতে পাঠিয়ে তরুণীদের ভয় দেখায়। প্রথমে ভয়ে বিষয়টি কাউকে না জানালেও পরে পরিবারের সঙ্গে কথা বলে ধর্ষণের শিকার দুই তরুণী মামলা করার সিদ্ধান্ত নেন। কিন্তু আসামিরা প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় বনানী থানা পুলিশ প্রথমে তাদের মামলা নিতে অস্বীকৃতি জানায়।

রবিবার (৭ মে) দুই শিক্ষার্থী তাদের ফরেনসিক টেস্টের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে যান। এ প্রসঙ্গে ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান  ডা. সোহেল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিকটিমদের মাক্রোবায়োলজি, রেডিওলজিক্যাল এবং ডিএনএ প্রোফাইলিং পরীক্ষার জন্য আনা হয়। পরীক্ষা শেষে প্রতিবেদন পেতে ১৫/২০ দিন সময় লাগবে। প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

জেএ/আরজে/ এপিএইচ/

আরও পড়ুন: 

‘ধর্ষকদের’ নিয়ে যা বললেন সেই তরুণী

তরুণী ধর্ষণ মামলার আসামিরা যতই প্রভাবশালী হোক, গ্রেফতার করা হবে: ডিবিডিসি

 

 

 



 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জুজুৎসুর নিউটনের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ
জুজুৎসুর নিউটনের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ
সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো
কান উৎসব ২০২৪সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো
ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল
তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?