X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পরিবেশ নষ্ট করার কারণেই পাহাড় ধস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৭, ১৭:৫০আপডেট : ১৪ জুন ২০১৭, ১৭:৫৩

পবার গোলটেবিল বৈঠক

অবৈধভাবে দখল করে গাছ কেটে নেওয়ার কারণেই পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান। তিনি  বলেন, ‘পাহাড় প্রাকৃতিক সৃষ্টি। পাহাড়ের মাটি এবং গাছ কেটে বিক্রি করার কারণে সেখানকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। বছরের পর বছর ধরে এভাবে পরিবেশ নষ্ট করার কারণেই পাহাড় ধসের ঘটনা ঘটেছে।’

আজ বুধবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-এর উদ্যোগে পবা মিলনায়তনে আয়োজিত  ‘ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াতে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘সরকার তো সিদ্ধান্ত নেয় পাহাড়কে বাঁচানোর জন্য। কিন্তু সরকার দলের নেতাকর্মীদের কারণেই তা বাস্তবায়ন হয় না। রাজনৈতিক ছত্র-ছায়ায় থাকা ব্যক্তিরাই এ ধরনের কাজ করে থাকেন।’

এছাড়া ঈদে ঘরমুখো মানুষকে সড়ক পথে মর্মান্তিক দুর্ঘটনাসহ রেল ও নৌপথে নানাভাবে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয় উল্লেখ করে বক্তারা বলেন, ঈদে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা আমাদেরকে আতঙ্কিত করে। বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের অভাবই এর জন্য মূলত দায়ী।

পবার সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান তার মূল প্রবন্ধ উপস্থাপনকালে বলেন, ‘প্রতি বছর সরকারের বিভিন্ন সংস্থা এবং সরকারি-বেসরকারি পর্যায়ে পরিবহন সেবা প্রদানকারীরা ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত ঝুঁকিমুক্ত ও নিরাপদ করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। তারপরও ঈদকে সামনে রেখে যাতায়াত ব্যবস্থায় চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।’

তিনি বলেন, ‘ঈদকে কেন্দ্র করে মাত্র কয়েকটি দিনকে উপভোগ করতে যাওয়া মানুষের সকল আনন্দ নিরানন্দে পরিণত হয় যাতায়াতের তিক্ত অভিজ্ঞতার কারণে। তাই ঈদে দেশের সর্বত্র যাতায়াত ঝুঁকিমুক্ত, নিরাপদ ও আনন্দময় করার জন্য সমন্বিত,বাস্তবধর্মী,কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন ‘

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পবার সহ সম্পাদক মো. সেলিম, এম এ ওয়াহেদ, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসানত, পবার সদস্য রাজিয়া সামাদ, ডাব্লিওইউবি ট্রাস্ট এর প্রকল্প কর্মকর্তা মো. আতিকুর রহমান, পবার সহসম্পাদক নিশাত মাহমুদ, জাহিদুর রহমান, সচেতন নগরবাসী’র  সভাপতি জি এম রোস্তম খান, পবার সদস্য কায়সার আহমেদ,শামসুল ইসলাম চৌধুরী, বানিপার সভাপতি প্রকৌশলী মো. আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পবার সহসম্পাদক এম এ ওয়াহেদ। অনুষ্ঠানের শুরুতে মঙ্গলবার পার্বত্য তিন জেলায় পাহাড় ধসে নিহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়।

/এমটি/ইউআই/ এপিএইচ/

আরও পড়ুন: 

পাহাড় ধসে চার জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪২

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ