X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘মুক্তামনি ভালো আছে, ভয়ের কিছু নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৭, ১১:৫৫আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১১:৫৫

মুক্তামনি ভালো আছে, কিছুক্ষণ আগে তার ড্রেসিং হয়েছে। তার কথা-বার্তা স্বাভাবিক। তাকে নিয়ে ভয়ের কিছু নেই, বলে জানিয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। রবিবার সকাল ১১টার দিকে তিনি বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।

অপারেশন থিয়েটারে নেওয়ার আগে মুক্তামনি সামন্ত লাল সেন বলেন, ‘কিছুক্ষণ আগে আমরা সবাই মিলে মুক্তমনিকে দেখতে গিয়েছিলাম। তাকে কেমন আছো জিজ্ঞেস করতে সে বলে, আমি ভালো আছি।’

গতকাল বায়োপসির জন্য টিস্যু সংগ্রহ করার পর যে জটিলতা দেখা দিয়েছিল সেটার কি অবস্থা, জানতে চাইলে তিনি বলেন, ‘ওটা গতকালই আমরা সমাধান করেছি। কাল যে জটিলতা হয়েছে, তা আর হওয়ার সম্ভাবনা নেই।’

মুক্তামনির বাবা মো. ইব্রাহীম বলেন, ‘সবার দোয়ায় আমার মেয়ে ভালো আছে, স্যাররা (চিকিৎসক) এসেছিলেন, আমরা সবসময়ই তার পাশে আছি। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

মুক্তামনিকে এখনও আইসিইউতে রাখা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাকে আইসিউতে রাখা হয়েছে মূলত সংক্রমণ ঠেকাতেই। তার শারীরিক অবস্থা ভালো আছে।

এর আগে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার অস্ত্রোপচার শুরু হয়। এসময় বায়োপসির জন্য তার হাত থেকে টিস্যু সংগ্রহ করা হয়। কিন্তু অপারেশন শেষে আইসিইউতে নেওয়ার পর তার অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। রক্তক্ষরণ বন্ধে তাকে দ্বিতীয়বার ওটিতে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির পর প্রাথমিকভাবে চিকিৎসকরা চারটি রোগের কথা ধারণা করলেও পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, লিমফেটিক ম্যালফরমেশন রোগে ভুগছে মুক্তামনি। এটি একটি জন্মগত রোগ (কনজিনেটাল ডিজিস)। এর বিশেষত্ব হচ্ছে, জন্মের পরপরই কিছু ক্ষেত্রে এর প্রকাশ পায় কারও কারও ক্ষেত্রে, কারও-কারও ক্ষেত্রে পায় না। তবে মুক্তামনি অবহেলা আর অপচিকিৎসার শিকার হয়েছে বলে পরিবার ও চিকিৎসকদের পক্ষ থেকেও বলা হচ্ছে।

/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক