X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শেষ হলো মিরপুরের জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:০১

মিরপুরের জঙ্গি আস্তানায় রাত পৌনে ১০টায় ফের বিস্ফোরণ হয়, এসময় আস্তানায় আগুন জ্বলতে দেখা গেছে (ছবি- সাজ্জাদ হোসেন) মিরপুরে দারুসসালামের জঙ্গি আস্তানায় চলমান অভিযান সমাপ্ত ঘোষণা করেছে র‌্যাব। শুক্রবার বিকালে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান প্রায় ১০০ ঘণ্টাব্যাপী চলা এই অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।  গত সোমবার (৪ সেপ্টেম্বর) গভীর রাত থেকে এই অভিযান শুরু হয়েছিল।

র‌্যাবের মুখপাত্র জানান, জঙ্গি আস্তানায় তিন ধরনের ১৭টি শক্তিশালী বোমা পাওয়া গেছে। এছাড়া ৩০টি ইম্প্রোভাইজ হ্যান্ড গ্রেনেড, কেমিক্যাল বোমা ৫০টি, ১০ কেজি গান পাউডার, ৩ কেজি সালফার, স্প্লিন্টার ১৫ কেজি, চারকোল ১৫-২০ কেজি, ইগনাইটিং কর্ড ১৫০০টি, বোমা রাখার খালি বাক্স ৯টি, এক কন্টেনার এসিড, ১১ কন্টেনার দাহ্য পদার্থ, মাস্ক দু’টি ও ধারালো দেশীয় অস্ত্র ৬১টি।

ওই ভবনটি এখন বিস্ফোরকমুক্ত বলেও ঘোষণা করেন তিনি। এছাড়া ভবনের চতুর্থ ও পঞ্চম তলা র‌্যাবের নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি।

ভবনটি বসবাসের উপযোগী কিনা  জানতে চাইলে মুফতি মাহমুদ বলেন, ‘সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার পর তা জানানো যাবে। বাসিন্দাদের অপেক্ষা করতে হবে। বিস্ফোরণে দু’টি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেটা টেকনিক্যালি পরীক্ষা ছাড়া বসবাসের জন্য কতটুকু নিরাপদ তা বলা যাচ্ছে না।’

র‌্যাবের মুখপাত্র বলেন, ‘জঙ্গি আব্দুল্লাহর লাশ নিতে পরিবার অস্বীকার করেছে। বাকি দুই সহযোগীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা জানতে পেরেছি, তার সঙ্গে সার্বক্ষণিক ৫/৬ জন সহযোগী থাকতো। বিস্ফোরণে দু’জন সহযোগী মারা গেছে। বাকিদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

আরও পড়ুন: 

৬ বছর বন্ধ জামায়াত কার্যালয়, নিরাপত্তারক্ষীদের বেতন বাকি

/এমও/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি সই
ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি সই
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প