X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দিলেই বিপদে পড়বেন: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম (ফাইল ছবি) এবার মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। কোনও ধরনের গুজবে কান না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গুজবে কান দিলেই বিপদে পড়বেন।’

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এবারের পরীক্ষায় মেধাবী ও যোগ্যতা সম্পন্নরাই উত্তীর্ণ হবে এবং এখানে মেধার লড়াই হবে।’ 

অভিভাবকদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রশ্নফাঁসের কোনও গুজবে কান না দিয়ে সন্তানদের ভালোভাবে লেখাপড়া করতে বলেন। গুজবে কান দিলেই বিপদে পড়বেন। জীবনে বিপর্যয় নেমে আসবে। গুজবে কান দিয়ে সন্তানের ভবিষ্যত নষ্ট করবেন না। প্রশ্নফাঁস সম্পর্কিত কোনও তথ্য পেলে আমাদের জানাবেন। প্রতারকদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে।’

পরীক্ষা সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সে কমিটি প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে কেন্দ্রে পৌঁছানো এমনকি খাতা মুল্যায়ন সবকিছুই মনিটরিং করবে। এছাড়া, সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে একটি ওভারসাইট কমিটিও করা হয়েছে।’

এ সময় মন্ত্রণালয়ের সচিব (চিকিৎসা শিক্ষা ও পরিবার পরিকল্পনা) সিরাজুল ইসলাম জানান, আগামী ৬ অক্টোবর সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীতে পাঁচটিসহ দেশের ২০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। রাজধানীর পাঁচটি কেন্দ্রের ৩৪টি ভেন্যুতে পরীক্ষা হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮২ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। এমবিবিএস এ সরকারি ৩১টি মেডিক্যাল কলেজের জন্য আসন রয়েছে তিন হাজার ৩১৮টি। এছাড়া, ৬৯টি প্রাইভেট মেডিক্যাল কলেজের জন্য আসন রয়েছে ৬০ হাজার ২৫টি।’

সভায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

/জেএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ