X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডেমরায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৭, ০৯:৩০আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ০৯:৫২

ডেমরায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু রাজধানীর ডেমরার নরাইবাগ ইসলামিয়া মাদ্রাসার পঞ্চম তলার ছাদ থেকে পড়ে আরিফুল ইসলাম (১০) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।  শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়।

আরিফুলের ভাই মুন্নাফ সাংবাদিকদের বলেন, ‘আমার দুই ভাই ইব্রাহীম হোসেন ও আরিফুল ইসলাম ওই মাদ্রাসায় পড়ে। আরিফুল মক্তব বিভাগের ছাত্র ছিল। পরীক্ষা শুরু হওয়ায় মাদ্রাসাটি বন্ধ ছিল। তাই গত এক সপ্তাহ তারা গ্রামের বাড়িতেই ছিল। আমাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার ভুলতা নাগেরবাগে। ছুটি শেষে শুক্রবার মাদ্রাসাটি খোলে।’

তিনি আরও বলেন, ‘আরিফুল ইসলাম ও ইব্রাহীম হোসেনকে আমি শুক্রবার সন্ধ্যায় নরাইবাগ ইসলামিয়া মাদ্রাসায় রেখে আসি। পরে খবর আসে আরিফুল মাদ্রাসার ছাদ থেকে পড়ে মারা গেছে।’

আরেক ভাই ইব্রাহীম হোসেন বলেন, ‘আরিফুল লেখাপড়ায় অমনোযোগী ছিল। সে প্রায়ই মাদ্রাসার ছাদে উঠতো। শুক্রবার সে বাড়ি থেকে আসার সময় কান্নাকাটি করেছিল।’

এদিকে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা এখলাছ উদ্দিন বলেন, ‘সব ছাত্ররা এশার নামাজে আসলেও আরিফুল ইসলাম নামাজ ফাঁকি দিয়ে ছাদে যায়। রাত পৌনে ৮টার দিকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হয়। নামাজ শেষে আমরা গিয়ে দেখি আরিফুল ইসলাম গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, ‘ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।’

আরও পড়ুন:

চার জাতীয় নেতার খুনিদের কবে দেশে আনা হবে?

 

/এআইবি/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!