X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মানারাত শিক্ষার্থী খুনের নেপথ্যে বিপিএল জুয়া!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৭, ১৮:১১আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৯:৪৪

নাসিম আহমেদ বিপিএল খেলা নিয়ে জুয়ার জের ধরে রাজধানীর মধ্য বাড্ডায় মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম আহমেদকে (২৩) হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার ও পুলিশ।

নিহত নাসিমের স্বজনের কান্না সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কয়েক বখাটে তাকে ছুরিকাঘাত করে। পরে আহতাবস্থায়  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করেন। তার লাশ মর্গে রাখা হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নাসিমের স্বজনের কান্না তিনি আরও  জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের দু’টি চিহ্ন  রয়েছে। 

ঢামেক হাসপাতালে নিহত নাসিমের ভাই ইফতেখার আহমেদ ফয়জুদ্দিন জানান, নাসিম রাজধানীর মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী ছিলেন। তাদের বাবার নাম আলী আহমেদ ফয়জুদ্দিন। গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। নাসিম বাবা-মায়ের সঙ্গে মধ্যবাড্ডার পোস্ট অফিস গলিতে থাকতেন।

ফয়জুদ্দিন আরও  জানান, রবিবার রাতে বিপিএল খেলার জুয়া ধরা হয়। এর জের ধরে এলাকার বখাটে ছেলেরা নাসিমকে সকালে ছুরি মেরেছে। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাসিমের স্বজনদের কান্না এদিকে বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) আশরাফ আলী স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের স্বজনদের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শুনেছি, বিপিএল খেলায় দোকানে জুয়া ধরা নিয়ে রবিবার রাতে এলাকার বখাটে ছেলেদের সঙ্গে নাসিমের ঝামেলা হয়েছিল। তর্কাতর্কি হয়েছে। এনিয়ে রাতে একবার নাসিমের বাবা ওই বখাটে ছেলে ও তাদের অভিভাবকদের সঙ্গে কথাও বলেছেন। সোমবার (৬ নভেম্বর) বিকালে এটি নিয়ে আবারও বসার কথা ছিল। যাতে কোনও ঝামেলা না হয়। কিন্তু সকালে নাসিম বাসার নিচে সিগারেট কিনতে আসলে ওই বখাটে ছেলেরা তাকে ছুরিকাঘাত করে। এরপর তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করেন।’

এখানে ছুরিকাঘাত করা হয় নাসিমকে তিনি বলেন, ‘এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আমরা ইতোমধ্যে জড়িতদের গ্রেফতারে কাজ করছি। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।’

 

/এআরআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের