X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘রাষ্ট্র উদাসীনতা দেখালে গুমের নৃশংসতা আরও ভয়াবহ রূপ নেয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৭, ২০:৪৮আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২১:৪২

বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গুম হয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত জঘন্য ও নৃশংস বলে অভিহিত করেছেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, ‘যদি এই গুমের পেছনে রাষ্ট্রীয় মদত থাকে বা রাজনৈতিক কোনও স্বার্থ থাকে কিংবা রাষ্ট্র যদি এক্ষেত্রে কোনও উদাসীনতা দেখিয়ে থাকে, তাহলে এই গুমের নৃশংসতা আরও ভয়াবহ রূপ নেয়।’ তিনি আরও বলেন, ‘গুম একটি আন্তর্জাতিক অপরাধ এবং এই অপরাধকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবেও আমরা সংজ্ঞায়িত করতে পারি।’
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে বাংলা ট্রিবিউন আয়োজিত ‘গুম’ শীর্ষক বৈঠকিতে মানবাধিকার কমিশনের সাবেক এই চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘‘গুম শব্দটি ব্যবহার করলে এই অপরাধের ভয়াবহতা স্পষ্ট হয় না। কিন্তু ইংরেজিতে এর অর্থ স্পষ্ট। ইংরেজিতে শব্দটি ‘ফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স’। এর অর্থ এভাবে বোঝানো হয়েছে- জোরপূর্বক বা বলপূর্বক একজন ব্যক্তিকে তার ইচ্ছের বিরুদ্ধে তুলে নিয়ে নিখোঁজ করে দেওয়া। এর ভয়াবহতার মাত্রা এ কারণে বেশি যে এর শিকার ব্যক্তিকে আইনের স্পর্শ থেকে দূরে রাখা হয়। তিনি চাইলেই তার নিজের বিচার চাইতে পারেন না। তিনি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন।’
মিজানুর রহমান আরও বলেন, ‘আমরা এতকিছু জানার পরও এই ধরনের অপরাধ দেশে কেন হচ্ছে? এসব অপরাধ তখনই ঘটে, যখন সমাজ ও রাষ্ট্রে আইনের শাসন অনেক দুর্বল হয়ে পড়ে। যখন স্বচ্ছতার মাত্রা অনেক কম হয়, তখন অতি উৎসাহীরা সুযোগ পেয়ে যায়। চেইন অব কমান্ড না থাকলে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনেকেও মাথাচাড়া দিয়ে ওঠেন। আর এসব কারণেই সমাজে গুমের মতো একটি ভয়াবহ পরিস্থিতি ছড়িয়ে পড়েছে। এর মধ্য দিয়ে ভয়ের সংস্কৃতিও তৈরি হয়েছে।’
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নেন বাংলাদেশ পুলিশের সাবেক সাবেক ইন্সপেক্টর জেনারেল (আইজি) এনামুল হক, মানবাধিকারকর্মী ও নিরাপত্তা বিশ্লেষক নূর খান, রাজনৈতিককর্মী ফিরোজ আহমেদ, বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি’র সম্পাদক জায়েদুল আহসান পিন্টু ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৈঠকিটি সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও লাইভ দেখানো হয় বৈঠকি।
আরও পড়ুন-
‘গুম’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

‘রাজনৈতিকভাবে দ্বিমত পোষণকারী লোকই গুম হয়’


যারা গুম করে তারা খুবই প্রশিক্ষিত: হারুন উর রশীদ

বিচারহীনতার কারণেই গুমকারীরা পার পেয়ে যাচ্ছে: সাবেক আইজিপি

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা