X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

অবশেষে গাছ থেকে নামলো ছাগল

রশিদ আল রুহানী
১৯ ডিসেম্বর ২০১৭, ২০:২৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১০:৪৫

ছাগল এবার গাছ থেকে নেমে নিচে দাঁড়িয়েছে  প্রথম শ্রেণির বাংলা বই ‘আমার বাংলা বই’-এ আম গাছে ওঠা ছাগলটি এবার নেমেছে। নেমে দাঁড়িয়েছে গাছের নিচে। ‘ও’-তে এখন আর ওড়না নয়, দেখা যাবে ওজন মাপার যন্ত্র।

২০১৭ সালের প্রথম শ্রেণির বাংলা বইয়ে আম গাছে ওঠা ছাগলের ছবি এবং ‘ও’ তে ‘ওড়না চাই’ লিখে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল এনসিটিবি। এর পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের বইয়ে ওই দু’টি বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। এবার ছবিতে দেখানো হয়েছে ছাগল গাছের নিচে দাঁড়িয়ে আছে। আর ওড়না পরা মেয়ের ছবি বাদ দিয়ে ওজন পরিমাপক যন্ত্রের ছবি যুক্ত করা হয়েছে। এই দু’টি বড় পরিবর্তনসহ বইটির অন্তত ৯ জায়গায় পরিবর্তন ও পরিমার্জন করা হয়েছে।  

‘ও’ তে নেই ওড়না আগামী ১ জানুয়ারি ‘পাঠ্যপুস্তক উৎসবের’ মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবে সরকার। এর আগেই বাংলা ট্রিবিউনের হাতে আসা পাঠ্যবইটিতে এসব পরিবর্তন ও পরিমার্জন দেখা গেছে। এনসিটিবি সূত্র জানায়, এ বছরের বই নিয়ে ব্যাপক সমালোচনার মুখে এসব পরিবর্তন আনা হয়েছে।

বইটিতে দেখা গেছে, ৭ নম্বর পৃষ্ঠায় ‘আ’ বর্ণ দিয়ে শব্দ তৈরি শেখাতে ‘আম খাই’ লিখে গাছের নিচে একটি ছাগল দাঁড় করিয়ে রাখা হয়েছে। যদিও এ বছরের বইয়ে ছাগলটিকে গাছে ওঠা অবস্থায় দেখানো হয়েছিল। আবার ১৬ নম্বর পৃষ্ঠায় ‘ও’ বর্ণ দিয়ে শব্দ শেখাতে একটি ওজন পরিমাপক যন্ত্রের ওপর একটি মেয়েকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। লেখা হয়েছে  ‘ওজন নাও’। এ বছরের বইয়ে ‘ও’ তে ‘ওড়না চাই’ শব্দ যুক্ত করে ছবিতে একটি কন্যাশিশুর শরীরে ওড়না পরিয়ে দেওয়া হয়েছিল।

আগামী বছরের জন্য প্রস্তুত করা এ পাঠ্যবইয়ের ৩২ নম্বর পৃষ্ঠায় ‘র’ বর্ণ শেখাতে ‘রং চিনি’ লিখে রঙধনুর ছবি যুক্ত করা হয়েছে। যদিও এ বছরের বইটিতে ‘র’ বর্ণ শেখাতে ‘রথ টানি’ লিখে রথ টানছে এমন ছবি দেওয়া হয়েছিল।

এ বছরের বইয়ে ৪৮ নম্বর পৃষ্ঠায় ‘ঊ-কার; ‍ূ’ বোঝাতে ‘শূর যায়। দূর গায়’ লিখে বন্দুক হাতে এক ব্যক্তির ছবি দেওয়া হয়েছিল। এবার তা পরিবর্তন করে আগামী বছরের জন্য প্রস্তুত করা বইয়ে ‘সূর্যের হাসি’র ছবি যুক্ত করে লেখা হয়েছে ‘দূর আকাশে। সূর্য হাসে।’ ৫০ নম্বর পৃষ্ঠায় ‘ছেলে মেয়ে খেলা করে’ লিখে ছবিতে ছেলে-মেয়ে একসঙ্গে খেলা করছে—এমন ছবি যুক্ত করা হয়েছে। যদিও এ বছরে বইয়ে লেখা ছিল ‘ছেলেরা খেলে, মেয়েরা নেচে চলে।’

‘র’ তে রথ টানা নয়, রঙ চেনা আগামী বছরের জন্য প্রস্তুত করা বইটির ৫৩ নম্বর পৃষ্ঠায় ‘মৌচাকে আছে মৌ’ লিখলেও আগামী বছরের বইয়ে ‘মৌ’-এর বানান ভেঙে সহজ করতে লেখা হয়েছে ‘মউ’। বইটির ৫৬ নম্বর পৃষ্ঠায় কবি কাজী নজরুল ইসলামের ‘ভোর হলো’ ছড়ায় পঙ্‌ক্তিগুলোও সংশোধন করা হয়েছে। এ বছরের বইয়ে ছিল ১২ পঙ্‌ক্তি, এবার তা ঠিক করে ১৮ পঙ্‌ক্তি করা হয়েছে।

এ বছরের বইয়ের ৬৪ পৃষ্ঠায় ‘পাঁচ আর ছয়, বাঘ দেখে ভয়’ বাক্যের ছবিতে বাঘকে খাঁচায় ঢোকানো হয়েছে। ৭১ নম্বর পৃষ্ঠায় ‘মুক্তিযোদ্ধাদের কথা’ প্রবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি পরিবর্তন করে স্পষ্ট ছবি দেওয়া হয়েছে। এ বছরের বইয়ে বঙ্গবন্ধুর একটি হাতে আঁকা ছবি ছিল।

কঠিন শব্দ বাদ দিয়ে সহজ ও পরিচিত শব্দ যুক্ত হয়েছে এদিকে, প্রথম শ্রেণির বাংলা বই থেকে ওড়নাপরা কন্যাশিশুর ছবি সরিয়ে ফেলা হলেও এবার প্রাক-প্রাথমিকের বাংলা বইয়ে ‘ও’তে ‘ওড়না’ শব্দ লিখে একটি কন্যাশিশুর শরীরে ওড়না পরা দেখানো হয়েছে। এ নিয়ে সোমবার বাংলা ট্রিবিউনে ‘ওড়না থাকছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বইটির এমন পরিবর্তন ও পরিমার্জন বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য অধ্যাপক মো. মশিউজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বছরের শুরুতে সমালোচনার পর শিক্ষামন্ত্রী নিজে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন। সে অনুযায়ী আমরা বইগুলোর ভুল-ভ্রান্তি সংশোধনের জন্য বিশেষজ্ঞদের নিয়ে ওয়ার্কশপ করেছি। তারা চেষ্টা করেছেন, শতভাগ শুদ্ধ করে দিতে, সেভাবেই সংশোধন করে শুদ্ধ করা হয়েছে। তারা যেটা স্পর্শকাতর মনে করেছেন, ভুল মনে করেছেন, সেটা  সংশোধনের পরামর্শ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এ বছর যে রকম সমালোচনা হয়েছে, এর আগের বছর বইগুলোতে আরও বেশি ভুল ছিল। যেমন, ছাগল ও ওড়নার ছবি কিন্তু এ বছর নতুন যুক্ত হয়নি, এটা ২০১২ সাল থেকেই বইয়ে ছিল। কিন্তু যেহেতু সমালোচনা হয়েছে, সেহেতু সরিয়ে দেওয়া হয়েছে। প্রতিবছরই আমরা ভুল-ত্রুটি সংশোধন করি। এটা আমাদের রুটিন কাজ।’

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক মেয়র আইভী কাশিমপুর কারাগারে
সাবেক মেয়র আইভী কাশিমপুর কারাগারে
মাদ্রাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি
মাদ্রাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি
তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো ভারত-পাকিস্তান, সীমান্তজুড়ে যুদ্ধাবস্থা
তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো ভারত-পাকিস্তান, সীমান্তজুড়ে যুদ্ধাবস্থা
হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার
হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান