X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শাহজালালে যাত্রীর অন্তর্বাসে ২ কোটিরও বেশি টাকার স্বর্ণের বার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ১২:০২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১২:৪৫

শাহজালালে যাত্রীর অন্তর্বাসে ২ কোটিরও বেশি টাকার স্বর্ণের বার! হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে এক যাত্রীর অন্তর্বাস থেকে ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। এর প্রতিটির ওজন ৯৯.৭০ গ্রাম (মোট ৪ কেজি ২৮৬ গ্রাম)। এগুলোর মূল্য ২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ওই যাত্রীর নাম মো. আনোয়ার হোসেন। তার পাসপোর্ট নম্বর বিএল০১৭৬০৪৭। সোমবার (১৫ জানুয়ারি) রাত ৯টায় সিঙ্গাপুর থেকে শাহজালালে এসে পৌঁছান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখেন শুল্ক গোয়েন্দারা। গ্রিন চ্যানেল পেরোনোর পর যাত্রীকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন।

তবে সুনির্দিষ্ট তথ্য ও যাত্রীর কথাবার্তায় অসঙ্গতি থাকায় আনোয়ারকে ব্যাগেজ কাউন্টারে এনে শুল্ক গোয়েন্দারা দেহতল্লাশি করেন। সোমবার দিবাগত রাত প্রায় ১টায় তার অন্তর্বাসের ভেতর কালো কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিজি মইনুল।

স্বর্ণের বারগুলো রেজাউল নামের এক ব্যক্তির জন্য নিয়ে এসেছেন বলে আটক যাত্রী দাবি করেন। তিনি সিঙ্গাপুরে যাতায়াতের টিকিট ও ৫০ হাজার টাকার বিনিময়ে এই স্বর্ণ বহন করছিলেন বলে জানান।

জিজ্ঞাসাবাদে নিজেকে লাগেজ ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন আনোয়ার হোসেন। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। এ মাসে দু’বার ঢাকা থেকে সিঙ্গাপুরে যাতায়াত করেছেন এই যাত্রী। গত বছর তিনি পাঁচবার বিদেশ গমন করেন। শুল্ক আইনে গ্রেফতার আনোয়ারকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে বলে জানান ডিজি মইনুল।

/আরজে/এআরআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ