X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

প্রক্টরের পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৮, ২১:০৬আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ২১:০৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীর পদত্যাগ দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ‘নিপীড়ন বিরোধী সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ এর ব্যানারে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিলটি শুরু হয়।

শিক্ষার্থীদের মশাল মিছিল মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণ ঘুরে বসুনিয়া তোরণ দিয়ে মুহসীন হল এলাকায় প্রবেশ করে। সেখান থেকে সূর্যসেন হল, বিজয় একাত্তর, জিয়াউর রহমান হল সংলগ্ন চত্বর ঘুরে মধুর ক্যান্টিন হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দফাগুলো হল- যৌন নিপীড়নে জড়িত ছাত্রলীগ নেতাদের বহিষ্কার করা, মামলা প্রত্যাহার এবং এই দুই দফা দাবি পূরণে ব্যর্থ হলে প্রক্টরের পদত্যাগ।

ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি তুহিন কান্তি দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেদিন প্রক্টর দাবি আদায়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় তিনি আমাদের উপাচার্যের কাছে নিয়ে গেছেন। তারপর উপাচার্যের আশ্বাস পেয়ে আমরা আন্দোলন স্থগিত করি। কিন্তু, এখন প্রশাসন আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। তাই আমরা প্রক্টরের পদত্যাগের দাবি করছি।’

প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেনি। তাদের দাবিগুলোর ব্যাপারে ১২ ঘণ্টার মধ্যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। খুব দ্রুত তদন্তের রিপোর্ট চলে আসবে।’

উল্লেখ্য, গত (১৭ জানুয়ারি) বুধবার শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার জবাব চেয়ে প্রক্টর অফিস ঘেরাও করে সাধারণ শিক্ষার্থীরা। পরে উপাচার্যের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করে।

/এসআইআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ