X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ট্রেনে কাটা পড়ে পা হারালেন জবি ছাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৮, ১৫:৫০আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৭:২২

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্ল্যাটফর্ম বদলের সময় ট্রেনে কাটা পড়ে দুই পা হারিয়েছেন রুবিনা আক্তার নামে (২২) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। রবিবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রেলওয়ে পুলিশের কনস্টেবল মো. ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রুবিনা আক্তার সমাজ কর্ম বিভাগের অনার্সের শেষ বর্ষের ছাত্রী। তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শান্তিনগর গ্রামে। তার বাবার নাম রবিউল ইসলাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন সদরঘাট এলাকার একটি ছাত্রীনিবাসে থাকতেন। রবিবার নিজের গ্রামের বাড়ি যাওয়ার জন্য বের হয়েছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশের কনস্টেবল মো. ইউনুস বলেন, ‘কমলাপুর রেলস্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন তিনি। এসময় ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে হাঁটুর ওপর থেকে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। একটি রেলের ইঞ্জিন বদলের জন্য ইঞ্জিনটি ঘোরানো হচ্ছিলো তখন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এ ব্যাপারে আহত রুবিনা আক্তার বলেন, ‘আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম।’  

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘রুবিনা আক্তারের উরু থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার চিকিৎসা চলছে।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. রুহুল আমীন জানান,  রুবিনার হাঁটুর ওপর থেকে দুই পা কেটে ফেলা হয়েছে। তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে।’ 

 

/এআইবি/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা