X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ শিশুদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৯

‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ শিশুদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত রাখা হবে। বঙ্গবন্ধুকে নিয়ে যত আলোচনা ও চর্চা হবে মানুষের মাঝে দেশপ্রেম তত জাগ্রত হবে। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে।’ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে চিত্রিত গ্রাফিক নভেল ‘মুজিব-৪’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন।

মুজিব-৪ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান প্রতিমন্ত্রী বলেন, ‘এই গ্রাফিক নভেলগুলো শিশুদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। শিশুদের উপযুক্ত করে গড়তে পারলে আগামী প্রজন্ম সৃজনশীল হয়ে গড়ে উঠবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সহজ থেকে সহজতর হবে।’

এ সময় অন্যায়ের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও পিছপা যে হননি তার সেই মনোভাবের প্রতিফলন গ্রাফিক নভেলের চর্তুথ খণ্ডে আছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র এবং গবেষণা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকি ববি।

রাদওয়ান মুজিব বলেন, ‘এই নভেলগুলো সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার মা শেখ রেহানার তত্ত্বাবধায়নে তৈরি করা হচ্ছে। বঙ্গবন্ধুর মত এমন মহান একজন নেতার জীবনী আকারে উপস্থাপন ছিলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেই ক্ষেত্রে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ও আমার মা দারুণভাবে সহায়তা করেছেন।’

এসময় অন্যদের মাঝে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন। এই গ্রন্থের প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গ্রাফিক নভেলটি মূলত ১২ পর্বে তৈরির পরিকল্পনা করা হয়। ‘মুজিব-১’ প্রকাশিত হয় ২০১৫ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে। এর পর সিরিজের আরও দুটি বই মুজিব-২ ও ৩ প্রকাশিত হয়। এর ধারাবাহিকতায় প্রকাশিত হয় ‘মুজিব-৪’।

/এসএনএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যক্তি স্বার্থ রক্ষা করে ভালো আইন তৈরি করা যায় না: আইনমন্ত্রী
ব্যক্তি স্বার্থ রক্ষা করে ভালো আইন তৈরি করা যায় না: আইনমন্ত্রী
কিশোরগঞ্জ ও বান্দরবানের আলীকদমে দুদকের অভিযান
কিশোরগঞ্জ ও বান্দরবানের আলীকদমে দুদকের অভিযান
জামায়াত-শিবিরের সামাজিক আন্দোলনের ফাঁদে দেশ
জামায়াত-শিবিরের সামাজিক আন্দোলনের ফাঁদে দেশ
তাপপ্রবাহের মধ্যে হবিগঞ্জে শিলাবৃষ্টি, বসতঘর ও ফসলের ক্ষতি
তাপপ্রবাহের মধ্যে হবিগঞ্জে শিলাবৃষ্টি, বসতঘর ও ফসলের ক্ষতি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?