X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

একুশে ফেব্রুয়ারিতে সর্বশক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে: র‌্যাব ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৯

বেনজীর আহমেদ (ফাইল ফটো) একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে দিনভর সর্বশক্তি দিয়ে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করবে র‌্যাব। এ প্রতিশ্রুতি দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘নিরাপত্তার স্বার্থে সব প্রস্তুতি সম্পর্কে এখন বলা সম্ভব নয়। তবে সর্বশক্তি দিয়ে একুশের রাতে নিরাপত্তা নিশ্চিত করবো আমরা।’ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এসব বলেন।

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় র‌্যাবের সদস্যদের মহড়া (ছবি: নাসিরুল ইসলাম) র‌্যাবের ডিজি নিশ্চিত করেছেন, শহীদ মিনারকে কেন্দ্র করে ও রাজধানীসহ সারাদেশের নিরাপত্তায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নিয়েছে র‌্যাব।

বেনজীর আহমেদ জানান, কেন্দ্রীয় শহীদ মিনারকে পাঁচটি সেক্টরে ভাগ করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মোটরসাইকেল ও গাড়ির পাশাপাশি সাদা পোশাকধারী সদস্যরাও সেসব স্থানে দায়িত্ব পালন করবে। এছাড়া সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে। শহীদ মিনারে দায়িত্ব পালন করবে বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, সুইপিং ফোর্স, স্পেশাল স্ট্রাইকিং ফোর্সও। 

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় র‌্যাবের সদস্যদের মহড়া (ছবি: নাসিরুল ইসলাম) র‌্যাবের ডিজি বলেন, ‘শহীদ মিনারে ও এর আশেপাশে যেন কোনও ধরনের জঙ্গিবাদী কার্যক্রম না হয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হবে। রাষ্ট্রীয় প্রয়োজনে সার্বিকভাবে যে কোনও দায়িত্ব পালন করলেও জঙ্গি দমনের লক্ষ্য থেকে বিচ্যুত হবো না আমরা।’

আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবসকে কেন্দ্র করে কোনও ধরনের হুমকি আছে কিনা প্রসঙ্গে র‌্যাব মহাপরিচালকের বক্তব্য, ‘নির্দিষ্ট কোনও হুমকি নেই। তবে সবসময় আমরা সতর্ক থাকি। রাষ্ট্রীয় অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে সবসময় তথ্য সংগ্রহ করা হয়।’

আরও পড়ুন:
ভাষা নিয়ে সরকারি নির্দেশনা মানার চেষ্টা করছে এফএম রেডিওগুলো




/এআরআর/এসএনএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা