X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাসের ধাক্কায় থেঁতলে গেলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৮, ১৬:১০আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৭:২১

দুর্ঘটনায় রুনী আক্তারের পায়ের হাঁটুর মাংস থেঁতলে ও উঠে যায় রাজধানীর ফার্মগেটে বাসের চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তার ডান পাত থেঁতলে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত বাসচালক ও বাসটিকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনের বটগাছের নিচের ফুটপাতে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ হক।
আহত শিক্ষার্থীর নাম রুনী আক্তার (২৬)। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) এমবিএ’র শিক্ষার্থী। এমবিএ পড়ার পাশাপাশি তিনি তেজগাঁওয় রেলগেট এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
জানা গেছে, বুধবার সকালে জিগাতলার ট্যানারি মোড়ের বাসা থেকে অফিসের পথে রওনা হয়েছিলেন রুনী। ফার্মগেটে পৌঁছালে বাসটি তাকে চাপা দেয়।
রুনী আক্তারকে ধাক্কা দেওয়া বাস আহত রুনী আক্তারের বাবা রফিকুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে রুনীর মোবাইল থেকে একজন পথচারী আমাকে ফোন দেন। তিনি জানান, আমার মেয়ে আহত হয়ে ফুটপাতে পড়ে আছে, তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে। পথচারীরাই তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। পরে আমরাও পঙ্গু হাসপাতালে যাই।’
রফিকুল আলম বলেন, ‘রুনীর ডান পা বাসের চাপে ফুটপাতের সঙ্গে আটকে ছিল। পুরো পায়ের মাংস থেঁতলে গেছে, মাংস উঠে গেছে। ফুটপাতের সঙ্গে ওর পায়ের মাংস লেগে ছিল।’ পঙ্গু হাসপাতালে রুনী চিকিৎসাধীন বলে জানান তিনি।
এসআই এমদাদ হক বলেন, ‘বাস ও বাসের চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’
দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রুনী আক্তার দ্বিতীয়। তার বাবা ঠিকাদারি করেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ।

/এআরআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!