X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির প্রতিবাদে উত্তরায় বাস আটকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ১৬:৫৩আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৮:১৪

 

উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে তুরাগ পরিবহনের বেশ কয়েকটি বাস আটকে রেখেছেন তার ক্ষুব্ধ সতীর্থরা। একইসঙ্গে যৌন হয়রানিবিরোধী বিভিন্ন লেখাযুক্ত প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়কে অবস্থান নিয়েছেন তারা।
সোমবার (২২ এপ্রিল) দুপুর ১২টা থেকে হাউজ বিল্ডিংয়ের সামনের সড়কে তুরাগ পরিবহনের ১২ থেকে ১৫টি বাস আটকে দেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উত্তরা পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে। তারা তুরাগ পরিবহন মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম সিদ্দিক।
উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ক্লাসে আসার জন্য বাড্ডা লিংক রোড থেকে তুরাগ পরিবহনের একটি বাসে ওঠেন। ওই বাসে কয়েকজন যাত্রী ছিলেন। তবে আর কোনও যাত্রী তারা তুলছিল না। বাসে থাকা অন্য যাত্রীরা নতুনবাজারসহ পরের স্টপেজে নেমে যেতে থাকেন। এতে ওই নারী শিক্ষার্থী কিছুটা ভয় পেয়ে বাকি যাত্রীদের সঙ্গে বসুন্ধরা স্টপেজে নেমে যাওয়ার উদ্যোগ নিলে বাসের কন্ডাক্টর ও হেলপার তার হাত ধরে ফেলে এবং বাসে থাকা আরও দুজন মেয়েটিকে আটকাতে বলে। এতেও মেয়েটি চলন্ত বাস থেকে লাফিয়ে নেমে যান।’
প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা তিনি বলেন, ‘এই খবর পেয়ে আমরা আজ দুপুর ১২টা থেকে হাউজ বিল্ডিংয়ের সামনে অবস্থান নিয়ে তুরাগ পরিবহনের বাস আটকাতে থাকি।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘এভাবে আমাদের বোনকে যৌন হয়রানি করেছে। আমরা এর বিচার চাই। তুরাগ পরিবহন মালিকের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এমন পদক্ষেপ নিয়েছি। তারা যদি দোষীদের চিহ্নিত করে দেয় তবে আমরা সব বাস ছেড়ে দেবো।’

 

/এসজেএ/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ