X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সুমন জাহিদের মৃত্যু নিয়ে কথা বলার সময় আসেনি: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৮, ১৭:৪০আপডেট : ১৫ জুন ২০১৮, ২০:১৩

আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের মৃত্যু হত্যা না আত্মহত্যা, তা বলার সময় এখনও আসেনি বলে জানিয়েছেন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। ঈদ উপলক্ষে শুক্রবার (১৫ জুন) দুপুরে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ নিয়ে কথা বলেন।
আইজিপির ভাষ্য, ‘একটা মৃতদেহ অস্বাভাবিক অবস্থায় পাওয়া গেলে তদন্ত হয়। সুমন জাহিদের বিষয়টিও এখন তদন্তের পর্যায়ে আছে। এটা হত্যা, আত্মহত্যা, নাকি অন্যকিছু; তা নিয়ে মন্তব্য করার এখনও সময় হয়নি।’
আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন, ‘পুলিশের সংশ্লিষ্ট সব ইউনিট সুমন জাহিদের মৃতদেহ থেকে আলামত সংগ্রহ করেছে। এছাড়া অন্যান্য বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকের কাছ থেকেও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে। সব দেখে পরবর্তী সময়ে বিস্তারিত বলা যাবে।’
বৃহস্পতিবার (১৪ জুন) সকালে খিলগাঁওয়ের বাগিচা এলাকায় রেললাইনের পাশ থেকে সুমন জাহিদের (৫২) দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। খিলগাঁও উত্তর শাজাহানপুরে ঝিলপাড় মসজিদে বাদ মাগরিব জানাজা সম্পন্ন করে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয় মরদেহ। শুক্রবার দুপুর নাগাদ মরদেহ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

উত্তর শাজাহানপুরের ৩১২ নম্বর ভবনের সপ্তম তলায় স্ত্রী দ্রাকসিন্দা জবীন টুইসি ও দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন সুমন জাহিদ। ঘটনার পর বাসাটিতে গিয়ে দেখা গেছে, স্বামীর এমন মৃত্যুতে স্ত্রী টুইসি বারবার মূর্ছা যাচ্ছেন। ভবনের নিচে সুমন জাহিদের মরদেহ আনতেই শুরু হয় স্বজনদের মাতম।

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে ১৯৯৪ সালের গণআদালতের অন্যতম সাক্ষী ছিলেন ব্যাংক কর্মকর্তা সুমন জাহিদ। এছাড়া বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। যুক্তরাজ্যে পলাতক চৌধুরী মঈনুদ্দীন ও যুক্তরাষ্ট্রে পলাতক আশরাফুজ্জামান উভয়কেই শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

এদিকে শুক্রবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ জাবেদ পাটোয়ারি জানান, ফাঁকা ঢাকার জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন. ‘ঈদের আগে মানুষের নিরাপত্তায় রাস্তায় ও বিভিন্ন বিপণী বিতানকেন্দ্রিক পুলিশের যে অতিরিক্ত যে দায়িত্ব রয়েছে, সেগুলো পরে বাসাবাড়ি বা আবাসিক এলাকায় স্থানান্তর করা হচ্ছে। তারপরও এখন আমাদের বাহিনীর সদস্যরা খেয়াল রাখবে যেন বাসাবাড়ির নিরাপত্তা থাকে। সব এলাকাও যেন নিরাপদ থাকে।’
আরও পড়ুন-
সুমন জাহিদের মৃত্যু নিয়ে রহস্য: ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় পুলিশ
‘হুমকিদাতারাই সুমন জাহিদকে হত্যা করেছে’

সুমন জাহিদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন

সুমন জাহিদকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীনের ছেলের লাশ উদ্ধার





/জেইউ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে পুরস্কার পেলো সানশাইন ব্রিকস
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?