X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ের সময় বিদ্যুৎবিভ্রাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৮, ২০:৫৩আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ২০:৫৫


ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ আলোচিত ২১ গ্রেনেড হামলা মামলার বিচারের রায়ের সময় একঘণ্টার মধ্যে দুই দফা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। বেলা ১১টা ৩৫ মিনিটে আদালতের এজলাসে বিচারক বসার কয়েক মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে যায়। এতে পুরো আদালত কিছুটা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এরমধ্যেই ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন তার পর্যবেক্ষন ও বিচারে বিবেচ্য বিষয়গুলো পড়তে থাকেন।

বিদ্যুৎ চলে যাওয়ায় জনাকীর্ণ আদালতের ভেতরে বাইরে থাকা আইনজীবী ও সাংবাদিকরা বিপাকে পড়ে যান। সাউন্ডবক্স বন্ধ হয়ে যাওয়ায় বিচারকের দেওয়া বক্তব্য শোনা যাচ্ছিল না। বিচারক যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বিভিন্ন আসামির বিরুদ্ধে সাজা ঘোষণা করছিলেন তখনও বিদ্যুৎ ছিল না। দীর্ঘসময় পর বিদ্যুৎ এলেও কয়েক মিনিট পর আবারও চলে যায়।

অন্যদিকে, আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে পুলিশের আচরণও ছিল বেশ রূঢ়। অসংখ্য আইনজীবী, পুলিশ সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ভেতরে ঢুকলেও সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়া হয়। প্রথমে ভবনের বাউন্ডারির ভেতরেই ঢুকতে দেয়নি। পরে কয়েকজনকে ঢুকতে দিলেও ভবনের সামনে নিচে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হয়। বাইরে একটি সাউন্ড বক্স দিয়ে বলা হয়, এখান থেকে শুনতে হবে। এতে সাংবাদিকরা রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও পুলিশ কর্মকর্তাদের কাছে প্রতিবাদ করেন। সাংবাদিকরা বলেন, তাদের বাইরে রেখে রায় ঘোষণা করা হলে সেটা হবে বিতর্কিত কাজ। পরে বেলা সোয়া ১১টার দিকে আসামিদের আদালতের ভেতরে নেওয়ার কিছু সময় পর মোশাররফ হোসেন কাজলের সহযোগিতায় সাংবাদিকরা ভেতরে ঢুকতে সক্ষম হন।

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘অল দ্য ওয়েদারস’
চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘অল দ্য ওয়েদারস’
প্রিয় দশ
প্রিয় দশ
সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ