X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণে দুটি গাড়িতে আগুন, সরবরাহ বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৪

গ্যাসলাইন বিস্ফোরণে দুটি গাড়িতে আগুন ধরে যায় রাজধানীর আসাদ গেটের আড়ং মোড়ে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় দুটি গাড়িতে আগুন ধরে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। লাইন মেরামতের কারণে রাত ১০টা পর্যন্ত মোহম্মদপুর, ধানমন্ডি, মিরপুরের একাংশে গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে তিতাস জানায়।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর আসাদগেটের আড়ং মোড়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর আসাদ গেটের আড়ং মোড়ে সড়কের মাঝ বরাবর গ্যাসলাইন বিস্ফোরিত হওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ৩টার দিকে হঠাৎ গ্যাসলাইন বিস্ফোরিত হয়ে গ্যাস বের হতে দেখেন পথচারীরা। এ সময় ওই স্থান দিয়ে যাওয়া দুটি গাড়িতে আগুন ধরে যায়। একটি কাভার্ড ভ্যান এবং একটি সাত নম্বর বাসে আগুন ধরে। এতে একজন দগ্ধ হন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই ট্রাফিক পুলিশ দু’দিক থেকে যান চলাচল বন্ধ করে দেয়। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়ে জ্বালানি বিভাগের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে সংস্কার কাজের জন্য এসএসএফের অনুমতি প্রয়োজন হয়। এজন্য সংস্কারকাজ শুরু করতে একটু দেরি হচ্ছে। তবে রাত ১০টার আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

তিতাস জানায়, গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মেরামতের জন্য মোহম্মদপুর, ধানমন্ডি, মিরপুরসহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। 

এ বিষয়ে তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান বলেন, ‘গ্যাস লিকেজ হয়েছিল। এখন মেরামতের কাজ শুরু হয়েছে। আমাদের প্রকৌশলীরা ঘটনাস্থলে আছেন। লিকেজ সারাতে কিছু পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। এই সময় আশেপাশের এলাকাগুলোতে কিছুটা গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে।’ রাত ১০টার দিকে মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি জানান।

এদিকে বাংলা ট্রিবিউনের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রতিনিধি প্রতিনিধি আমিনুল ইসলাম বাবু জানান, এ ঘটনায় মো. শহিদ (৩৬) নামে এক রিকশাচালক অগ্নিদগ্ধ হয়েছেন। তার বাবার নাম ফজল মিয়া। ওই রিকশাচালক জানিয়েছেন, ধানমন্ডির আসাদ গেইট আড়ংয়ের পাশে গ্যাসলাইনে মেরামতের সময় আগুন লেগে যায়। সেই আগুন গাবতলী ৭ নম্বর বাসেও লেগে যায়। এতে তিনি সামান্য দগ্ধ হয়েছেন। তিনি ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

 

/এসএনএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়
সুন্দরবনের আগুন পুরোপুরি নিভেছে: পরিবেশ মন্ত্রণালয়
সব হজযাত্রী ভিসা নিয়ে সঠিক সময়েই হজে যাবেন: ধর্মমন্ত্রী
সব হজযাত্রী ভিসা নিয়ে সঠিক সময়েই হজে যাবেন: ধর্মমন্ত্রী
শোরুম উদ্বোধন করতে যাওয়া সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট
শোরুম উদ্বোধন করতে যাওয়া সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট
সাবেক এসপি সুব্রত কুমার হালদারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
সাবেক এসপি সুব্রত কুমার হালদারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল