X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ট্রান্সকমের চেয়ারম্যানকে দেওয়া ‘ভুয়া’ চিঠির বিষয়ে তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৯, ১৪:২০আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৪:২২

সুপ্রিম কোর্ট

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও সিইও লতিফুর রহমানকে প্রথমে নোটিশ দেয়  দুদক। এরপর স্বাক্ষর, স্মারক ও তারিখ ছাড়াই ২৫ ফর্দে কথিত চিঠির মাধ্যমে তার কাছে তথ্য চাওয়া হয়।এর বিরুদ্ধে দায়ের করা রিটের নিষ্পত্তিসহ চিঠিটি দুদক দিয়েছে কিনা বা এটি মিথ্যা অভিযোগ কিনা, সে বিষয়ে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি দুদকের তদন্তকারী কর্মকর্তার টেলিফোন কল লিস্টের অভিযোগের বিষয়টি দুদক চেয়ারম্যানকে তদন্তের নির্দেশ দেন আদালত। 

মঙ্গলবার (১২ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে লতিফুর রহমানের রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল ইসলাম সিদ্দিকী, এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার মাহবুব শফিক। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

এর আগে গত ৭ মার্চ এ মামলার শুনানিতে দুদক আইনজীবী মো. খুরশীদ আলম খান আদালতকে জানিয়েছিলেন, অবৈধ উপায়ে অর্থ সংগ্রহের অভিযোগে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লতিফুর রহমানকে দেওয়া কথিত ‘চিঠি’টি দুদকের নয়।

প্রসঙ্গত, দুদকের পক্ষে গত বছরের ১১ অক্টোবর ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও সিইও লতিফুর রহমানকে একটি নোটিশ দেয় দুদক। ওই নোটিশে তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ট্রান্সকম গ্রুপভুক্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ভ্যাট ইত্যাদি ফাঁকি দিয়ে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও  বিদেশে অর্থপাচার এবং অবৈধ উপায়ে জমি দখলে রাখার অভিযোগ করা হয়। ওই বছরের ১৮ অক্টোবর লতিফুর রহমানকে দুদকে হাজির হতে বলা হয়। দুদকের উপ- পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. নাসির উদ্দিন নোটিশে স্বাক্ষর করেন। লতিফুর রহমান নির্ধারিত তারিখে দুদকে হাজিরও হয়েছিলেন।

পরে আবারও  লতিফুর রহমানের কাছে স্বাক্ষর, স্মারক ও তারিখ ছাড়া ২৫ ফর্দে বিভিন্ন বিষয়ে হিসাব চাওয়া হয়। এরপর এই চিঠিকে চ্যালেঞ্জ করে গত ৩ মার্চ হাইকোর্টে রিট দাখিল করা হয়। লতিফুর রহমানের পক্ষে আদালতে খান মো. শাহাদাত হোসেন রিটটি দায়ের করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা