X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

স্ত্রীর টাকা আত্মসাতের অভিযোগে এসআইয়ের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৯, ১৯:০০আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৯:০১

আদালত কুমিল্লার বুড়িচং থানার এসআই সৈয়দ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে (৪৫) টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন স্ত্রী রেহানা আক্তার রত্মা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালতে মামালটি দায়ের করেন তিনি।

বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চকবাজার থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় অপর আসামি দেলোয়ার হোসেনের বড় ভাই মো. মোশারফ হোসেন।

মামলাটির অভিযোগে থেকে জানা গেছে, ২০০৭ সালের ২৭ ডিসেম্বর  রেহানা আক্তার রত্মার সঙ্গে দেলোয়ার হোসেনের বিয়ে হয়। রত্মার সম্পত্তি দেখে দেলোয়ার তা আত্মসাৎ করার জন্য রত্মাকে দেলোয়ারের গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে যায়। রত্মা নিজের ভাগের ঘর বন্ধক রেখে ২০১০ সালের ২৪ ডিসেম্বর তিন লাখ ৫০ হাজার টাকা দেলোয়ার হোসেনকে দেন। ওই টাকা নিয়েও দেলোয়ার স্থির থাকেননি ২০১১ সালের ৭ মে রত্মার ভাগের ঘরের নিচতলা বন্ধক রেখে চার লাখ টাকা নেন। এরপরও দেলোয়ার আরও টাকা দাবি করে। ২০১২ সালের ৪ মার্চ রত্মা চতুর্থ তলার ভাড়া নিয়ে তা মর্গেজ দিয়ে তিন লাখ টাকা এনে দেলোয়ারকে দেন। এরপর মোশারফ হোসেন বাড়ি নির্মাণের জন্য রত্মার কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা নেন। বাড়ি নির্মাণ করার কথা বলে তারা মোট ১ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেন। এভাবে বিভিন্ন সময়ে আসামিরা বাদীর প্রায় ৪৪ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাৎ করেন।

২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর রত্মা আইজিপি বরাবর দরখাস্ত দায়ের করলে বিষয়টি তদন্ত করে ওই দুই আসামির ৩৯ লাখ ৩০ হাজার টাকা বাদীর কাছ থেকে আত্মসাৎ করেন বলে লালবাগ বিভাগ উপ-পুলিশ কমিশনার  প্রতিবেদন দাখিল করেন।

/টিএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে